বিহারী শ্রমিকদের হত্যার প্রতিশোধ, দুই লস্করের জঙ্গিকে নিকেশ করল সেনা

বাংলা হান্ট ডেস্কঃ কাশ্মীরের পরিস্থিতি এখন যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে, একদিকে যেমন নির্বিচারে চলছে টার্গেট কিলিং, তেমনি অন্যদিকে অন্য রাজ্য থেকে কাশ্মীরে কাজের সন্ধানে আসা সাধারণ নাগরিকদের হত্যা করেছে সন্ত্রাসীরা। কয়েকদিন আগেই দক্ষিণ কাশ্মীরের কুলগামে সন্ত্রাসীরা তিনজনকে গুলি করে তাদের মধ্যে দুজন ঘটনাস্থলে মারা যায় এবং একজন গুরুতর ভাবে আহত হয়। জানা গিয়েছে তারা সকলেই শ্রমিক।

এর আগে শনিবার শ্রীনগরের ইদগাহ এলাকায় বিহার থেকে আসা একজন হকারকেও গুলি সন্ত্রাসীরা। যার জেরে এখন যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে উপত্যাকা এলাকায়। হাইব্রিড সন্ত্রাসীদের দিয়ে কাশ্মীরি পণ্ডিতদের টার্গেট করা হচ্ছে লাগাতার। ইতিমধ্যেই এই ঘটনায় সক্রিয় হয়ে উঠেছে প্রশাসনও। এবার কাজে দিল নিরাপত্তা বাহিনীর এই অপারেশন। জানা গিয়েছে জম্মু-কাশ্মীরে তিনদিন আগে যে দুজন বিহারি শ্রমিককে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডের সাথে যুক্ত লস্কর জঙ্গিদের এবার নিকেশ করল নিরাপত্তা বাহিনী।

১৭ অক্টোবর কাশ্মীরের ওয়ানপোতে দুই বিহারী শ্রমিকের হত্যায় জড়িত ছিল গুলজার আহমেদ রেশি নামের এক লস্কর জঙ্গি। এদিন তার সঙ্গে আরেক সন্ত্রাসীও নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। কাশ্মীরের আইজিপির জারি করা একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, পুলিশ এবং সেনাবাহিনী ১৭ অক্টোবর ওয়ানপোতে বিহারের দুই শ্রমিকের হত্যায় জড়িত লস্কর জেলা কমান্ডার গুলজার আহমেদ রেশি এবং আরেকজন সন্ত্রাসীকে হত্যা করেছে।

died 3 militants, clash with security forces in Jammu and Kashmir

প্রসঙ্গত উল্লেখ্য, কাশ্মীরে এই সন্ত্রাসের ঘটনা রীতিমতো আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করেছে। বিশেষত কাশ্মীরি শ্রমিকরা প্রাণ রক্ষার তাগিদে কাশ্মীর ছেড়ে পালাতে শুরু করেছেন। এখন নিরাপত্তা বাহিনীর এই সাফল্য আগামী দিনে কত বড় প্রমাণিত হয় সেদিকে নজর থাকবে সকলের।

 


Abhirup Das

সম্পর্কিত খবর