বাংলা Hunt : ভারতবর্ষের বারবার আঘাত এনেছে বিদেশি শত্রুরা। তারমধ্য অন্যতম পাকিস্তান। মুম্বাইয়ে যে সন্ত্রাস হয়েছিল তা মূলত আরব সাগর দিয়ে পাকিস্তান থেকে জঙ্গীরা ভারতে এসে আঘাত এনেছিল।
মম্বাই জঙ্গিহানা হয়েছে তারপর নড়েচড়ে বসেছে ভারতীয় স্বরাষ্ট্র দপ্তর। সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে ভারতবর্ষের যে তিন ভাগ জল বা মহাদেশ রয়েছে এই তিনটি মহাদেশের সম্পূর্ণ নজরে আনা হচ্ছে।
প্রতিটি এলাকায় কিছু দূর৷ অন্তর ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। সিসিটিভির মাধ্যম দিয়ে গোটা ভারতবর্ষে জল বিভাগকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। কোন সন্দেহভাজন ব্যক্তি দেখলে বিএসএফ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
এছাড়া কাঁটাতার দিয়ে গোটা ভারতবর্ষ কে ঘিরে রাখা হয়েছে। এর ফলে কোন বিপদের সম্মুখীন থাকছে না। সাম্প্রতিক গুজরাটের একাধিকবার বিভিন্ন বিদেশি ড্রোন উড়তে দেখা যায়। ভারতীয় সৈন্যরা অাটক করে এবং ড্রোনগুলো সে পাকিস্তান থেকে আসছিল তা কার্যত নিশ্চিত ছিল ভারত।
ভারত এখন বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। কাশ্মীরে সেনা মোতায়েন করে চাপে রাখার চেষ্টা চলছে, তেমনি জল বিভাগকে সম্পূর্ণভাবে নিরাপদ দিয়ে ভারতবর্ষকে সুরক্ষিত রাখার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে বলে স্বরাষ্ট্র সূত্রে খবর।
ইতিমধ্যে অত্যাধুনিক হেলিকপ্টার এবং মিসাইল ভারতবর্ষের হাতে আসছে। রাশিয়া থেকে একাধিক মিসাইল আছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে, ফলে ভারতকে আজ চোখ রাঙিয়ে সন্ত্রাসবাদীরা এখানে আক্রমণ করতে পারবে না বলে দাবি করা হয়েছে।
এখন দেখার বিষয় এত কঠোর নিরাপত্তা সত্য আগামী দিন আর এই পুনরাবৃত্তি হয় কিনা কিন্তু ভারতীয় নৌসেনা জানিয়েছেন তারা জলপথে সব রকম ভাবে রক্ষা করতে প্রস্তুত।