এটাই ভারত! কাশ্মীরে নামাজ পড়ছেন ভারতীয় সেনার অফিসাররা, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

বাংলা হান্ট ডেস্ক: আমাদের ভারতবর্ষ এমনই একটি দেশ যেখানে “বৈচিত্র্যের মধ্যে ঐক্য” সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়। প্রাকৃতিক বৈচিত্র্যময়তার পাশাপাশি এখানে বসবাসকারী মানুষদের মধ্যেও সেই বৈচিত্র্য বিরাজমান। স্বাভাবিকভাবেই, জাতপাত-ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সকলেই একসাথে বসবাস করেন এই দেশে। আর সেখানেই পূর্ণতা পায় ভারতবর্ষ।

যুগের পর যুগ এভাবেই একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের ভিত্তিতেই এগিয়ে চলেছে দেশ। যদিও, সম্প্রতি বেশ কিছু ধর্মীয় উষ্কানীমূলক ঘটনা এই সম্প্রীতিকে প্রশ্নের মুখে ফেললেও বর্তমানে নেটমাধ্যমে এমন একটি ছবি ভাইরাল হচ্ছে যা ফের মনে করিয়ে দিচ্ছে সেই চিরন্তন ঐক্যের কথাই। যে ঐক্য বেঁধে রেখেছে সমগ্ৰ ভারতবাসীকে।

সম্প্রতি ভাইরাল হওয়া ওই ছবিটিতে দেখা গিয়েছে যে, পবিত্র রমজান মাসে, সেনাবাহিনীর ১৫ তম কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ডিপি পান্ডে একজন শিখ অফিসার সহ অন্যান্য সিনিয়র অফিসারদের সঙ্গে নিয়ে নামাজ পড়ছেন। আর এই ছবিটিই বর্তমানে মন জিতে নিয়েছে সকলের। জানা গিয়েছে, ভাইরাল হওয়া এই ছবিটি জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের। যেখানে ভারতীয় সেনার অন্যতম সদস্য তথা লেফটেন্যান্ট জেনারেল ডিপি পান্ডে স্থানীয় জনগণকে এভাবেই একতার বার্তা দিয়েছেন।

এছাড়াও, সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় লোকজনের সঙ্গে ইফতারেও অংশ নেন। এই ছবিটি গত ২৫ এপ্রিল ডিফেন্স কনসালট্যান্ট দানবীর সিং শেয়ার করেছিলেন। পাশাপাশি তিনি ক্যাপশনে লিখেছিলেন, “শ্রীনগরে রমজানের সময় নামাজ পড়েন লেফটেন্যান্ট জেনারেল ডিপি পান্ডে।” তাঁর এই টুইটটি এখনও পর্যন্ত ২৪ হাজারেরও বেশি লাইক পেয়েছে। পাশাপাশি রিটুইট করা হয়েছে চার হাজারেরও বেশি বার।

পাশাপাশি, এই ছবিটি শেয়ার করেছেন প্রাক্তন আইপিএস অফিসার বিজয় শংকর সিং-ও। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, “এটি আনন্দের এবং স্বস্তির বিষয় যে, ভারতীয় সেনাবাহিনী এখনও ধর্মান্ধতা এবং মৌলবাদের ভাইরাস থেকে রক্ষা পেয়েছে।”

যদিও, এর আগে ২০২১ সালেও, লেফটেন্যান্ট জেনারেল ডিপি পান্ডে, যখন জিওসি চিনার কর্পস ছিলেন, তখন শ্রীনগরে জম্মু ও কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের সৈন্যদের সাথে নামাজ-ই-মাগরিবে অংশ নিয়েছিলেন। তবে, বর্তমান পোস্টিংয়ের আগে, লেফটেন্যান্ট জেনারেল পান্ডে সেনাবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ পদে কৃতিত্বের সাথে কাজ করেছেন। এদিকে, এই সময়ে সেনা বাহিনীর উচ্চস্তরের একজন অফিসারের এহেন উদ্যোগ মন জয় করে নিয়েছে সকলের। পাশাপাশি, তিনি যেভাবে কাশ্মীরের মানুষদের কাছে ঐক্যের ডাক দিয়েছেন সেই পন্থাকেও কুর্ণিশ জানিয়েছেন সবাই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর