অপারেশন সিঁদুরে নিহত কোন কোন ‘মোস্ট ওয়ান্টেড’? সামনে এল ৫ কুখ্যাত জঙ্গির নাম

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ৭ মে মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁদুরে প্রাণ গিয়েছে শতাধিক জঙ্গির (Terrorists)। এবার তাঁদের মধ্যে থেকেই পাঁচ জনের নাম-পরিচয় সামনে এল। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই নিজেদের এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) এই তথ্য প্রকাশ করেছে।

অপারেশন সিঁদুরে (Operation Sindoor) কোন কোন জঙ্গির নিধন?

গত মঙ্গলবার রাত ১:০৫ নাগাদ শুরু হয়েছিল এই এয়ার স্ট্রাইক। ২৫ মিনিটের সামরিক অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একের পর এক জঙ্গি ঘাঁটি ধূলিস্যাৎ করে ভারতীয় সেনা। সেই তালিকায় লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদের মতো কুখ্যাত জঙ্গি সংগঠনের ঘাঁটিও ছিল।

ভারতীয় সেনার এই সামরিক অভিযানে নিহত পাঁচ জঙ্গির নাম-পরিচয় সামনে আনল পিটিআই (PTI)। সূত্র উদ্ধৃত করে ওই তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সংবাদসংস্থা। নিহত ৫ জঙ্গির নাম ও তারা কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন সেটাও জানানো হয়েছে।

আবু জুন্দাল ওরফে মুদাসসর খাদিয়ান খাস ওরফে মুদাসসর– লস্কর-ই-তৈবার সদস্য ছিলেন এই মুদাসসর। পাকিস্তানের মুরিদকের মার্কাজ তৈবার ইন-চার্জ ছিলেন তিনি।

আরও পড়ুনঃ কোনও রাজ্যের ওপর চাপিয়ে দেওয়া যাবে না! জাতীয় শিক্ষানীতি নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

হাফিজ মহম্মদ জামিল– মৌলানা মাসুদ আজহারের আত্মীয় হাফিজ জইশ-ই-মহম্মদের সদস্য ছিলেন। বাহওয়ালপুরের মার্কাজ সুভান আল্লাহর ইন-চার্জ ছিলেন তিনি। জইশ-ই-মহম্মদের জন্য অর্থ সংগ্রহ ও তরুণদের উগ্র মতবাদে উদ্বুদ্ধ করায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এই হাফিজ।

মহম্মদ ইউসুফ আজহার ওরফে উস্তাদজি ওরফে মহম্মদ সেলিম ওরফে ঘোসি সাহেব– হাফিজের মতো মহম্মদ ইউসুফ আজহারও মৌলানা মাসুদ আজহারের আত্মীয় ছিলেন। তিনিও জইশ-ই-মহম্মদের অংশ ছিলেন। জম্মু-কাশ্মীরের বুকে হওয়া একাধিক জঙ্গি হামলার সঙ্গে জড়িত ছিলেন এই উস্তাদজি। আইসি ৮১৪ কান্দাহার হাইজ্যাকের ঘটনায় ওয়ান্টেড ছিলেন তিনি। জইশের হয়ে অস্ত্র প্রশিক্ষণ দিতেন উস্তাদজি।

After Indian Army Operation Sindoor Pakistan Army initiates cross border shelling

খালিদ ওরফে আবু আকাসা– জম্মু-কাশ্মীরের বুকে হওয়া একাধিক জঙ্গি হামলার সঙ্গে যুক্ত খালিদ লস্কর-ই-তৈবার সদস্য ছিলেন। সেই সঙ্গেই আফগানিস্তান থেকে অস্ত্র পাচারেও তাঁর নাম জড়িয়েছিল।

মহম্মদ হাসান খান– জইশ-ই-মহম্মদের অংশ ছিলেন মহম্মদ হাসান খান। পাক অধিকৃত কাশ্মীরে জইশের অপারেশনাল কম্যান্ডার মুফতি আসগর খান কাশ্মীরির পুত্র তিনি। জম্মু-কাশ্মীরে নানান জঙ্গি হামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল মিনি সুইজারল্যান্ড বৈসরণে জঙ্গি হামলা হয়। প্রাণ যায় ২৬ জন নিরীহ মানুষের। তার প্রত্যাঘাত হিসেবে অপারেশন সিঁদুর (Operation Sindoor) অভিযান চালায় ভারতীয় সেনা। মাত্র ২৫ মিনিটের এই নিখুঁত অপারেশনে শতাধিক জঙ্গির নিধন হয়। এবার তাঁদের মধ্যে পাঁচ জনের নাম সামনে এল। সূত্র উদ্ধৃত করে এই তথ্য প্রকাশ করেছে পিটিআই।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X