বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই। জানা গিয়েছে যে, দেশের (India) সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে ভারতীয় সেনাবাহিনী (Indian Army) দেশের প্রধানমন্ত্রী (Prime Minister Of India) এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India)।
এর পাশাপাশি সুপ্রিম কোর্ট চতুর্থ এবং নির্বাচন কমিশন পঞ্চম স্থানে রয়েছে বলেও জানা গিয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পরিসংখ্যান অনুযায়ী, ৫৪ শতাংশ মানুষ ভারতের সেনাবাহিনীকে সবচেয়ে নির্ভরযোগ্য বলে মনে করেছেন। পাশাপাশি, ৪৯ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন। এদিকে, ৪৮ শতাংশ মানুষ রিজার্ভ ব্যাঙ্ককে এবং ৪৫ শতাংশ মানুষ নির্বাচন কমিশনকে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান বলে মনে করেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এই গুরুত্বপূর্ণ সমীক্ষাটি Ipsos IndiaBus Most Trusted Institution দ্বারা সম্পন্ন হয়েছে। এই প্রতিষ্ঠানটি প্রতি বছর এই সমীক্ষা করে থাকে। যেখানে সমগ্র দেশজুড়ে সাধারণ মানুষের মতামত নেওয়া হয়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বিভিন্ন বয়সের এবং মহানগর থেকে শুরু করে ছোট শহরাঞ্চলে বসবাসকারী মানুষদেরও এই সমীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়।
আরও পড়ুন: টিম ইন্ডিয়ার সেমিফাইনালে পৌঁছনো ক্রমশ হচ্ছে কঠিন! এবার বৃষ্টিই হবে আসল “ভিলেন”?
এইভাবে করা হয়েছে সমীক্ষা: Ipsos IndiaBus Most Trusted Institution-এর দ্বারা এই সমীক্ষাতে অংশগ্রহণ করা সাধারণ মানুষদের একটি তালিকা দেওয়া হয়। পাশাপাশি, ওই তালিকাতে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের বিশ্বাসযোগ্যতার ভিত্তিতে র্যাঙ্ক করতে বলা হয়। আর এই সমীক্ষাতেই যে ফলাফল সামনে এসেছে তা অত্যন্ত আকর্ষণীয়।
আরও পড়ুন: BCCI-ও রাখছে ভরসা! গৌতম গম্ভীর কোচ হলে ভোল পাল্টাবে টিম ইন্ডিয়ার, হবে এই ৫ টি লাভ
এদিকে, এই সমীক্ষার পরিপ্রেক্ষিতে Ipsos IndiaBus Most Trusted Institution-এর গ্রুপ সার্ভিস লাইন লিডার পারিজাত চক্রবর্তী জানিয়েছেন, এই সমীক্ষার ফলাফলে দেশের নাগরিকরা বিশ্বাস করেন যে ভারতের সশস্ত্র বাহিনী, প্রধানমন্ত্রী, RBI, ভারতের সুপ্রিম কোর্ট এবং ভারতের নির্বাচন কমিশন সবচেয়ে বিশ্বস্ত। যার ফলে এই সমীক্ষা থেকে এটা নিশ্চিত করা যায় যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলি সর্বোচ্চ স্তরের সততা, মূল্যবোধ এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখে। এদিকে, এই সমীক্ষা অনুযায়ী দেশের টায়ার ১ শহরে, প্রধানমন্ত্রীকে বিশ্বাস করা মানুষের সংখ্যা ৭০ শতাংশ পর্যন্ত ছিল।