বাংলা হান্ট ডেস্কঃ বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কাশ্মীর সমস্যার জন্য আরও একবার স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরুকে আক্রমণ করেন। অমিত শাহ বলেন, কাশ্মীর ইস্যুকে সংযুক্ত রাষ্ট্রে নিয়ে যাওয়াই সবথেকে বড় ভুল ছিল। অমিত শাহ বলেন, ভারতীয় সেনা যখন জিতছিল, তখন প্রাক্তন প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরু যুদ্ধ বিরাম ঘোষণা করেন।
এবার PoK ভারতের অভিন্ন অংশ হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দুই মাসে আগে পরিস্কার করে বলেছিলেন যে, PoK এর জন্য নিজের জীবন দিতে প্রস্তুত। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট করে বলেছেন যে, এবার পাকিস্তানের সাথে কথা শুধু PoK নিয়েই হবে।
PoK ভারতে অভিন্ন অংশ, ভারতীয় সংসদে এই প্রস্তাব পাশও হয়েছে। ২২ ফেব্রুয়ারি ১৯৯৪ সংসদের দুটি সদনেই PoK প্রস্তাব পাশ করা হয়। সংসদে PoK নিয়ে নিজেদের অধিকার ফলাও করে বলা হয়েছিল যে, এটি ভারতের অভিন্ন অংশ। সংসদে বলা হয়েছিল, পাকিস্তানে ভারতের এই অংশকে জোর করে কবজা করে নিয়েছিল। ১৪ই মার্চ ২০১৩ সালে পাকিস্তান PoK নিয়ে নিজেদের পক্ষে প্রস্তাব পেশ করেছিল। ১৫ই মার্চ ২০১৩ সালে ভারতীয় সংসদে পাকিস্তানের এই প্রস্তাব নাকোচ করে দেয়।
১৫ই মার্চ ২০১৩ সালে ভারতের সংসদে আবারও বলা হয় যে, PoK ভারতের অভিন্ন অংশ। PoK সমেত পুরো কাশ্মীর ভারতের অংশ। সংসদে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলা হয় যে, ভারতের অভ্যন্তরীণ মামলায় পাকিস্তান যেন কোনরকম ভাবে নাক গলানোর চেষ্টা না করে। ১২ই আগস্ট ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী PoK কে ভারতের অভিন্ন অংশ বলে আখ্যা দেন।