বাংলা হান্ট ডেস্ক : দেশকে স্ব্চ্ছ করতে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্লাস্টিক দূষণের হাত থেকে সমাজকে বাঁচাতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে স্বচ্ছ ভারত গড়ে তুলতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন মোদী, তাই কেন্দ্রীয় সরকারের আদর্শে অনুপ্রানিত হয়ে দেশকে পরিচ্ছন্ন করতে ততপর হল ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর অন্যতম বিপদশঙ্কুল যুদ্ধক্ষেত্র সিয়াচেনের ইকো সিস্টেমর রক্ষা করার জন্য সেখান থেকে 130 টন বর্জ্য সড়াল ভারতীয় সেনাদল। এক সেনা আধিকারিকের মতে এই বিপুল পরিমানে বর্জ্য হিমবাহের ক্ষতি করছে, পাশাপাশি সেনাবাহিনীদেরও সমস্যা হচ্ছে তাই সেনাদের এই অঞ্চলটিকে দূষণ মুক্ত করে তুলতে উদ্যোগ নিয়েছে ভারতীয় সেনা।
সেনাবাহিনীদের দেওয়া হিসেব অনুসারে এখনও অবধি যে 130 টন বর্জ্য সড়ানো হয়েছে তার মধ্যে 84টন বায়ো ডিগ্রোয়েবেল বর্জ্য, প্রায় 41 টন নন বায়ো ডিগ্রোয়েবল নন ধাতব বর্জ্য এবং প্রায় 42 টন নন বায়ো ডিগ্রোয়েবল মেটালিক বর্জ্য রয়েছে। যদিও সরকারি হিসেব অনুযায়ী সেখানকার বর্জ্যের পরিমান 236 টন। যদিও হিমবাহ প্লাস্টিক মুক্ত করার কাজ শুরু হয়েছিল দেড় বছর আগে।
জানা গিয়েছে ওই সব ধাতব অধাতব বর্জ্যকে পুনর্ব্যবহারের উপযোগী করে তুলতে সিয়াচেনের সেনাবাহিনীর ক্যাম্প ও লেহের বুকাডাংয়ের পাশাপাশি অঞ্চলে একটি ইনসিনেটর বসানো হয়েছে। যার মাধ্যমে বর্জ্য পুর্ণনবীকরনের কাজ হবে। ভারতীয় সেনাদের মতে এটি লেহ ও তার আশেপাশের অঞ্চলের মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার এক মেগা ড্রাইভ। হিমবাহকে রক্ষা করার জন্য এ এক দারুন পদক্ষেপ বলে জানিয়েছেন এক সেনা আধিকারিক