ভারতের সবথেকে বড় সৈন্য অভ্যাসে ভয় পেলো চীন, জিনপিং এর সফরের আগে উত্তাপ বাড়ল দুই দেশের মধ্যে

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় সেনা অরুনাচল প্রদেশে সবথেকে বড় পর্বতীয় যুদ্ধ অভ্যাস করছে। এই যুদ্ধ অভ্যাস এই মাসেই হওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর চীনের রাষ্ট্রপতির সাক্ষাৎ এর আগেই হচ্ছে। সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই যুদ্ধ অভ্যাসের কারণে চীনের হৃদ স্পন্দন বেড়ে গেছে। আর এর প্রধান কারণ হল, অরুনাচল প্রদেশের সবথেকে বড় এলাকা দক্ষিণ তিব্বতের পাশেই এই যুদ্ধ অভ্যাস করছে ভারতীয় সেনা। ‘হিম বিজয়ী” (him vijay exercise) ভারতীয় সেনার প্রথম যুদ্ধ অভ্যাস, যেটা অরুনাচল প্রদেশে তিন সেনা মিলে করছে।

him vijay exercise

‘হিম বিজয়ী” যুদ্ধ অভ্যাসে অংশ নেওয়া প্রতিটি গ্রুপে ৪ হাজার সৈনিক আছে। ভারতীয় সেনার এই জওয়ানেরা সমুদ্রতল থেকে ১৪ হাজার ফুট উঁচুতে এই যুদ্ধ অভ্যাস করছে। ভারতীয় সেনা যেখানে তাঁদের সবথেকে বড় পর্বতীয় যুদ্ধ অভ্যাস করছে, সেখান থেকে চীন আর ভারতীয় সীমা (লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল) মাত্র ১০০ কিমি দূর।উত্তর অরুনাচল প্রদেশের তাওয়াং এর পাশে এই যুদ্ধ অভ্যাস করা হচ্ছে। আপাতত এই যুদ্ধ অভ্যাস ২৫ অক্টোবর পর্যন্ত চলবে।

hqdefault 1

এই যুদ্ধ অভ্যাস এমন সময় করা হচ্ছে, যখন চীনের রাষ্ট্রপতি জিনপিং কিছুদিন বাদেই ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করবেন। জিনপিং এই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে নিজের দ্বিতীয় অফিসিয়ালি সাক্ষাৎ এর জন্য ভারতে আসবেন। শোনা যাচ্ছে, দুই দেশের নেতা এবার মহাবলিপুরমে সাক্ষাৎ করবেন। চীনের উপ বিদেশ মন্ত্রী লু হাউইউ যিনি দিল্লীতে রাষ্ট্রপতি জিনপিং এর সফরের প্রস্তুতি নিচ্ছেন, তিনি অরুনাচলে এই যুদ্ধ অভাস নিয়ে আপত্তি জাহির করে ভারতীয় বিদেশ সচিবের কাছে এই ইস্যু নিয়ে কথাবার্তা বলেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর