কাশ্মীরে পাকিস্তান গোলাবাজি শুরু করায়, ভারতীয় সেনা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জীবন বাঁচালো শিশুদের

কাশ্মীরের উপর থেকে 370 ধারা রদ হওয়ার পর থেকে ভারতের বিরোধীতা করেছে পাকিস্তান৷ ঘটনার এক মাস পেরিয়ে গেলেও এখনও অবধি যেন শোক তপ্ত পাকিস্তান৷ তাই তো বারবার ভারতে হামলার ছক কষছে ইমরান খান সরকার৷ আবার অন্য দিকে আন্তর্জাতিক মহলে বিভিন্ন দেশগুলিকে তার পাশে নেওয়ার চেষ্টা করছে যদিও চিন ছাড়া সেভাবে কেউই পাত্তা দেয়নি৷ তবে হাল ছাড়ার পাত্র নন তিনি তাই তো আবারও মার্কিন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাশ্মীর ইস্যু নিয়ে বৈঠক হওয়ার কথা কিন্তু এরই মাঝে আবারও সীমান্তে বিনা প্ররোচনায় গোলাগুলি ছুড়ল পাক সেনারা৷ যদিও এই প্রথমবার নয় বারবার সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে পাক সেনাদের বিরুদ্ধে ভারতকে লক্ষ্য করে গোলাগুলি ছুঁড়তে দেখা গিয়েছে৷

তবে শনিবার ঘটল ভয়াবহ ঘটনা, পাক সেনাদের গোলাগুলির মধ্যে পড়ল কাশ্মীরের কুড়ি জন পড়ুয়া৷ যদিও বিপদের আশঙ্কা করে অত্যন্ত ঝুঁকি নিয়ে ভারতীয় সেনারা তাঁদের উদ্ধার করেছে৷ শনিবার জম্মু কাশ্মীরের পুঞ্চের বালাকোট ও মেন্দোর সেক্টরে লাগাতার কয়েক রাউন্ড গোলাগুলি ছুঁড়তে দেখা যায় পাক সেনাদের৷ যদিও প্রত্যুত্তর দিয়েছে ভারতীয় সেনারা৷ তবে এই গোলাগুলির মাঝে যে পড়ুয়ারা ছিলেন তাঁরা অক্ষত রয়েছে বলে জানা গিয়েছে৷ যদিও সীমান্তবর্তী ঘরবাড়ি এবং বেশ কিছু জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে৷

উল্লেখ্য কাশ্মীরকে কেন্দ্র করে বার বার ভারতকে উত্তপ্ত করার চেষ্টা করছে পাকিস্তান এবং হুমকির পর হুমকি দিচ্ছে৷ তাতে যদিও নিজেদের সিদ্ধান্ত থেকে অনড় রয়েছে ভারত৷ পাকিস্তানের আন্তর্জাতিক মহলে ধাক্কা খাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন পাক অভ্যন্তরীণ মন্ত্রী এজাজ আহমেদ, নিজেদের ভাবমূর্তিকেই দায়ী করেছেন এই কারণের জন্য৷ ভারতের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে ইমরান খান, এমনকি সীমান্তকে লক্ষ্য করে বার বার গোলাগুলি ছুড়ছে৷ যদিও এ বার পাল্টা হুমকি দিয়েছে ভারত, কাশ্মীর না যদি পাকিস্তানকে ফিরিয়ে দেয় সে ক্ষেত্রে যুদ্ধ অনিবার্য বলে জানানো হয়েছে ভারতের জনক থেকেই৷


সম্পর্কিত খবর