অমরনাথ যাত্রীদের উপর নৃশংস হামলা করতে চাইছিল পাকিস্তান, কিন্তু ভারতীয় জওয়ানরা বাঁচিয়ে দিলেন লক্ষ লক্ষ মানুষের প্রাণ

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের জঙ্গিরা অমরনাথ ধামে যাওয়া বাবা অমরনাথ এর যাত্রীদের উপর হামলা করার ষড়যন্ত্র করছিল। কিন্তু ভারতীয় সেনা সর্বদা তটস্থ থাকার কারণে পাকিস্তানের এই ষড়যন্ত্র বিফলে যায়। ভারতীয় সেনা অমরনাথ ধামের যাত্রা পথের জঙ্গি আস্তানা থেকে আমেরিকান স্নাইপার রাইফেল আর পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি অ্যান্টি মাইন উদ্ধার করে। শুধু আমেরিকান স্নাইপার আর অ্যান্টি মাইনই না, আরও কিছু বিস্ফোটক এবং হাতিয়ার উদ্ধার করে ভারতীয় সেনা জঙ্গিদের আশায় জল ঢেলে দেয়।

rag

এর পর জম্মু কাশ্মীর প্রশাসন অমরনাথ যাত্রী আর কাশ্মীরের পর্যটকদের যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি উপত্যকা ছাড়ার অ্যাডভাইসরি জারি করে। এর আগে আবহাওয়া খারাপ থাকার জন্য ৪ঠা আগস্ট পর্যন্ত অমরনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছিল। শুক্রবার ভারতীয় সেনা, সিআরপিএফ আর জম্মু কাশ্মীর পুলিশ একটি সংযুক্ত প্রেস কনফারেন্স করে জানায় যে, বিগত কয়েকদিনে ধৃত কয়েকজন জঙ্গি আর তাঁদের আস্তানা থেকে উদ্ধার হওয়া হাতিয়ার আর বিস্ফোটক দেখে পরিস্কার হয়ে গেছে যে, পাকিস্তান কাশ্মীরে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে। যদিও আমাদের সেনার কারণে এখনো সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক আছে।

লেফটেন্যান্ট জেনারেল কেজেএস ঢিলোন বলেন, পাকিস্তানের তরফ থেকে অনুপ্রবেশ করার চেষ্টা আমরা বিফল করে দিয়েছি। ধৃত জঙ্গিদের কাছে জিজ্ঞাসাবাদ করে পাকিস্তানের সেনা দ্বারা বিছানো ল্যান্ডমাইন সমন্ধ্যে জানা যায়। ধৃত জঙ্গিরা আইইডি তৈরি করার মাস্টার ছিল। পাকিস্তান দ্বারা কাশ্মীরে সন্ত্রাসবাদ ছড়ানোর ঘটনাকে ভারতীয় সেনা কখনই বরদাস্ত করবে না।

ad

Koushik Dutta

সম্পর্কিত খবর