বাংলাহান্ট ডেস্ক : জম্মু কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের খোঁজে অভিযান আর কড়া হয়েছে। কাঠুয়ার প্রত্যন্ত এলাকায় জঙ্গিদের খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা। জঙ্গিদের খোঁজে একযোগে অভিযান চালাচ্ছে জম্মু কাশ্মীর পুলিশ, সেনা, এনএসজি, বিএসএফ এবং সিআরপিএফ। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সাফাইয়া’। শনিবার সকালে অভিযানের সময়ে এক পুলিশ কর্মী সহ দুই জঙ্গির দেহ উদ্ধার হয়েছে বলে খবর।
কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান সেনার
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই অভিযান চলার সময়ে সেনার রাইজিং স্টার কোর এর আঘাতে নিহত হয় দুই জঙ্গি। এছাড়াও উদ্ধার হয় এক পুলিশ জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র এবং বিষ্ফোরক উদ্ধার হয়েছে বলে খবর। জঙ্গল থেকে ওই পুলিশ কর্মীর দেহ উদ্ধার করে সেনাবাহিনী।
দুদিন ধরে চলে সংঘর্ষ: জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) সেনা বনাম জঙ্গি সংঘর্ষ ক্রমেই তীব্র রূপ ধারণ করছে। বৃহস্পতিবার সকাল থেকেই সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছিল জঙ্গিদের। তা চলে শুক্রবার পর্যন্ত। টানটান সংঘর্ষে শেষমেষ জয় পেয়েছেন সেনা জওয়ানরা।
আরো পড়ুন: পিছু ছাড়ছে না অভিযোগ! এবার বড় অ্যাকশন নিচ্ছে আদালত, ফের বিপাকে গৌতম আদানি
জঙ্গলে চলছে তল্লাশি অভিযান: তবে এই সংঘর্ষে চারজন পুলিশকর্মী নিহত হয়েছেন। দুই অনুপ্রবেশকারী জঙ্গিও নিকেশ হয়েছে বলে খবর। সংঘর্ষ চলাকালীন বাকি জঙ্গিরা কাঠুয়ার (Jammu and Kashmir) জঙ্গলে আশ্রয় নেয়। আর তারপরেই জঙ্গলকে ঘিরে শুরু হয় নয়া অভিযান।
আরো পড়ুন : হতে চলেছে সব রহস্যের সমাধান? মঙ্গলে যা খুঁজে পেল NASA-র রোভার….চমকে গেলেন বিজ্ঞানীরাও
কাঠুয়ার জঙ্গলকে ঘিরে সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশ সহ পাঁচ বাহিনী নেমেছে তল্লাশি অভিযানে। সূত্রের খবর বলছে, গত ২৩ শে মার্চ হীরানগর সেক্টরের কাছে যে জঙ্গিরা হামলা চালিয়েছিল, কাঠুয়ার হামলার সঙ্গে যুক্ত রয়েছে তারাই।