বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও (video) শেয়ার হয়। তার মধ্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল (viral)। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে।
এই ভাইরাল ভিডিওর দৌলতেই রাতারাতি বিখ্যাত হয়ে যায় বহু মানুষ। কেউ গেয়ে আবার কেউ নেচে, নানা প্রতিভা দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন উদাহরণ রয়েছে প্রচুর। সম্প্রতি এমনই আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এবার ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও যা দেখে মন ভরে গিয়েছে সকলের। সীমান্ত রক্ষা বাহিনীর এক জওয়ান উপহার দিয়েছেন এক অসাধারন গানের ভিডিও। ভিডিওতে দেখা গিয়েছে, মিলিটারি ক্যান্টিনে বসে মন খুলে গান গাইছেন এক বিএসএফ জওয়ান। জনপ্রিয় দেশাত্মবোধক হিন্দি গান ‘সন্দেশে আতে হ্যায়’ গেয়ে শুনিয়েছেন তিনি।
বিএসএফ জওয়ানের কণ্ঠস্বর অবাক করে দেওয়ার মতো। এত সাবলীল ভাবে তিনি গান গেয়েছেন যে শুনে মনে হবে নিয়মিত গানের চর্চা রয়েছে তাঁর। গান শুরু হতেই জওয়ানের চারপাশে এসে ভিড় জমান অন্য বিএসএফ জওয়ান, ক্যান্টিন কর্মীরা। হাততালির মাধ্যমে উৎসাহ দিতে থাকেন তাঁকে।
জওয়ানের উদাত্ত, মধুর কণ্ঠে গান শুনে অবাক হয়ে গিয়েছে নেটজনতা। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। প্রশংসায় ভরিয়ে দিয়েছে নেটিজেনরা। অনেকেই মন্তব্য করেছেন, এমন প্রতিভা থাকা সত্ত্বেও তাঁরা দেশের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছেন।
এর আগেও ভাইরাল হয়েছে ভারতীয় সেনা জওয়ানদের গানের ভিডিও। নিজেদের কর্তব্য করেও তাঁদের মধ্যে অনেকেই প্রতিভাকে জিইয়ে রেখেছে। সেই সব ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
‘সন্দেশে আতে হ্যায়’ গানটি ‘বর্ডার’ ছবির। এটি অন্যতম সেরা দেশভক্তির গান হিসাবে বিচার্য হয়। গানটি গেয়েছেন সোনু নিগম ও রূপ কুমার রাঠোর। বর্ডার ছবিতে অভিনয় করেছিলেন সানি দেওল, অক্ষয় খান্না, সুনীল শেট্টি, জ্যাকি শ্রফ সহ আরও অনেকে।