ঘটনাক্রম অনেক কিছু বলছে, সব অমরনাথ যাত্রীদের, টুরিস্টদের, পর্যটকদের, বাইরে থেকে আসা পড়ুয়াদের ও অন্যরাজ্যের লোকেদের সুরক্ষিত ভাবে কাশ্মীর দিয়ে বের করে নেওয়া হয়েছে। তাদের বার করার জন্য বায়ুসেনা C-17 বিমানের সাহায্য নেওয়া হয়েছে।
এবার এখন ভারতীয় সৈন্য দলকে জম্মু কাশ্মীরের রাস্তায় মার্চ করতে দেখা দিচ্ছে, আর সেই সৈন্য অনেক কিলোমিটার লম্বা লাইনে মার্চ শুরু করেছে। এছাড়াও আরো বেশকিছু খবর সামনে আসছে, কাশ্মীরে ৪ আগস্ট থেকে রাত ১১টার সময় থেকে ইন্টারনেট ও মোবাইল বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও কেবেল ইন্টারনেট এখনো অব্দি চালু আছে। সেটাও বন্ধ করে দেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
কাশ্মীরে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আর এইদিকে উমার আব্দুল্লা গতকাল রাত ১১ তার সময় জানিয়েছেন যে তাকে হাউস এররেস্ট করা হয়েছে আর সাথে তিনি আল্লাহ এর থেকে বাঁচিয়ে নেওয়ার ভিক্ষা চেয়েছে। যাদের হাউস এরেস্ট করা হয়েছে তাদের মধ্যে উমার আব্দুল্লা এর সাথে মেহবুবা মুফতির নামও আছে বলে জানা গেছে। আর এই সবের মধ্যেই জম্মু কাশ্মীরের রাস্তায় সেনার মার্চও শুরু হয়ে গেছে।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর সবচেয়ে আগে আসছে, সরাসরি জম্মু কাশ্মীরের ভেতরের লোকেদের দ্বারা সামনে আসছে।
কি ভাবে আমাদের জোয়ানরা আমাদের কার্য করার জন্য জম্মু কাশ্মীরে মার্চ করছে দেখুন:
Combination of RAF, CPRF, CISF, additional paramilitary assets in Rajour, Jammu / Kashmir. pic.twitter.com/kwZfLEUqdK
— Global: Military-Info (@Global_Mil_Info) August 4, 2019
এই ভিডিওটি রাজৌরি জেলার, যেখানে সুরক্ষা বল যার মধ্যে RAF,CRPF ও অন্যরা উপস্থিত আছে তারা মার্চ করছে। আর মার্চ কতটা লম্বা, এই ভিডিওতে দেখতে পারবেন। সেনারা জম্মু কাশ্মীরকে নিজের সুরক্ষার নিয়ে নিয়েছে, এবং কাশ্মীরে কিছু সময়ের মধ্যে কি হতে চলেছে সেটাও সবার সামনে আসবে, আর যা হবে সেটা নরেন্দ্র মোদী করবেন।