চিন সীমান্তে উপস্থিত হবে সাক্ষাৎ “যম”, দক্ষিণ কোরিয়ার কাছ থেকে ভারত পাচ্ছে মোক্ষম “মারণাস্ত্র”

Published On:

বাংলা হান্ট ডেস্ক: যুগের সাথে তাল মিলিয়ে প্রতিরক্ষা (Indian Army) ক্ষেত্রে ক্রমশ শক্তিশালী হচ্ছে ভারত। শুধু তাই নয়, এজন্য একাধিক বড় পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে। সেই রেশ বজায় রেখেই এবার একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, নেক্সট জেনারেশনের কামান তৈরির ঐতিহাসিক চুক্তি করেছে ভারত ও দক্ষিণ কোরিয়া। এই চুক্তির আওতায় ভারতীয় সেনাবাহিনীর জন্য পরবর্তী প্রজন্মের ডেস্ট্রয়ার কামান তৈরি করা হবে। গত ৩ এপ্রিল, ২৯২৫-এ, দক্ষিণ কোরিয়ার কোম্পানি হানওয়া অ্যারোস্পেস ভারতীয় কোম্পানি লারসেন অ্যান্ড টুব্রো (L&T)-র সাথে ২৫৩ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে। যার অধীনে ভারতীয় সেনাবাহিনীকে ১০০ টি অতিরিক্ত K9 Vajra-T অটোমেটিক হাউইটজারের উপাদান সরবরাহ করা হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ভারত (India) এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে এই প্রতিরক্ষা অংশীদারিত্ব আধুনিক আর্টিলারি সিস্টেমের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছে। এই সহযোগিতা শুধু ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতাই বাড়াবে না, এর পাশাপাশি, “মেক ইন ইন্ডিয়া” উদ্যোগের অধীনে দেশীয় উৎপাদনকেও পরবর্তী স্তরে নিয়ে যাবে।

শক্তি বাড়বে ভারতীয় সেনার (Indian Army):

জানা গিয়েছে যে, নয়াদিল্লিতে দক্ষিণ কোরিয়ার দূতাবাসে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিটি ২ টি কোম্পানির মধ্যে চলমান অংশীদারিত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপকে চিহ্নিত করে এবং এটি ২০১৭ থেকে একটি পূর্ববর্তী চুক্তির ভিত্তিতে তৈরি করা হয়েছে। যেখানে ১০০ ইউনিটের একটি প্রাথমিক ব্যাচের ডেলিভারি পরিলক্ষিত হয়েছিল। এদিকে, এই চুক্তি যা ভারতে স্থানীয় উৎপাদন ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশে উন্নীত করার পাশাপাশি সিউল এবং নয়াদিল্লির মধ্যে গভীর প্রতিরক্ষা সম্পর্ককেও প্রতিফলিত করে।

Indian Army strength will increase on the China border.

ভারতের K9 Vajra-T কতটা শক্তিশালী: প্রসঙ্গত উল্লেখ্য, K9 Vajra-T দক্ষিণ কোরিয়ার K9 থান্ডারের ভারতীয় রূপ। ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) চাহিদা অনুযায়ী এটিকে তৈরি করা হয়েছে। এটি একটি ১৫৫ মিমি/৫২-ক্যালিবার স্বয়ংক্রিয় হাউইটজার। যেটি বর্ধিত রেঞ্জের গোলাবারুদ সহ ৫০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জে আঘাত হানতে সক্ষম। এর উচ্চ ফায়ারিং রেট এবং গতিশীলতা এটিকে আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর করে তোলে। উল্লেখ্য যে, ভারতীয় সেনাবাহিনী, ফিল্ড আর্টিলারি রেশনালাইজেশন প্ল্যান (FARP)-র অধীনে, বিভিন্ন ধরণের ১৫৫ মিমি বন্দুক সংগ্রহ এবং তৈরির লক্ষ্য নিয়েছে। এই পরিকল্পনায় প্রায় ৩,০০০ থেকে ৩,৬০০ হাউইৎজার কেনা সামিল রয়েছে। যার মধ্যে টাউড, মাউন্ট করা, স্ব-চালিত চাকা এবং ট্র্যাক করা হাউইৎজার রয়েছে। K9 Vajra-T সংগ্রহ করা এই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। যা সেনাবাহিনীর ক্ষমতা এবং গতিশীলতা বৃদ্ধিতে সাহায্য করবে।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! Treasure NFT-তে বিনিয়োগ করলেই হবে বিপদ, সাবধান করে কী জানাল পশ্চিমবঙ্গ পুলিশ?

এই কামানটি প্রতি ১৫ সেকেন্ডে ৩ টি রাউন্ড ফায়ারিং এবং ৩ মিনিটে প্রতি মিনিটে ৬ থেকে ৮ রাউন্ডের সর্বোচ্চ ফায়ারিং হার অর্জন করতে পারে। এর পাশাপাশি এটি একটি ১,০০০ হর্সপাওয়ার ইঞ্জিন সহ, ৬৭ কিমি/ঘন্টার সর্বোচ্চ গতি এবং ৩৬০ কিমির অপারেশনাল রেঞ্জ অফার করে। জানিয়ে রাখি যে, ভারতীয় সেনাবাহিনী (Indian Army) K9 Vajra-T হাউইটজারের মোট সংখ্যা ৩০০- তে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। যার মধ্যে ভবিষ্যতে আরও ১০০ ইউনিট সংগ্রহ করা থাকতে পারে। এছাড়াও, এই বন্দুকগুলি উচ্চ উচ্চতায় মোতায়েন করার পরিকল্পনা রয়েছে. যার জন্য আরও অনেক পরিবর্তন এবং পরীক্ষা করতে হবে। এটি হিমালয় অঞ্চলে অপারেশনের জন্য তৈরি হচ্ছে। যাতে এই কামানটি মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসেও কার্যকর থাকে।

আরও পড়ুন: ১৫০০০০০০০০০০ কোটির….শেয়ার বাজারে উঠবে ঝড়! ধামাকার জন্য প্রস্তুত টাটা গ্রুপের এই কোম্পানি

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতীয় সেনাবাহিনী (Indian Army) ক্রমাগত তাদের আর্টিলারি সক্ষমতা বাড়াচ্ছে। K9 Vajra-T হাউইটজার কেনা এই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও, সরকার সম্প্রতি ৩০৭ টি অ্যাডভান্সড টোয়েড আর্টিলারি গান সিস্টেম (ATAGS) সংগ্রহের অনুমোদন দিয়েছে, যা দেশীয়ভাবে তৈরি করা হয়েছে। এই পদক্ষেপটি “আত্মনির্ভর ভারত” উদ্যোগের অধীনে প্রতিরক্ষা উৎপাদনে স্বদেশীকরণের প্রচারের দিকেও ইতিবাচক হিসেবে বিবেচিত হচ্ছে। এই চুক্তির অধীনে, গুজরাটের হাজিরাতে L&T-র আর্মার্ড সিস্টেম কমপ্লেক্সে কামানগুলি তৈরি করা হবে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X