বাংলা হান্ট ডেস্কঃ সীমান্তে শত্রুদের সবরকম দুঃসাহসের জবাব দেওয়ার জন্য ভারতীয় সেনা সম্পূর্ণ ভাবে প্রস্তুত হয়ে গিয়েছে। লড়াকু বিমান রাফালের পর এবার সেনা নিজেকে আরও মজবুত করার কাজে লেগে পড়েছে। দেশে তৈরি হাতিয়ার মেক ইন ইন্ডিয়ার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই ক্রমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার উন্নত ট্যাংক অর্জুন মার্ক 1A সেনার হাতে তুলে দিতে চলেছেন।
সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রালয়ের বৈঠকে ১১৮ টি উন্নত মার্ক 1A ট্যাংক ভারতীয় সেনায় যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৮ হাজার ৪০০ কোটি টাকার এই ট্যাংক শত্রুপক্ষের সামনে ভারতীয় সেনার শক্তি দ্বিগুণ করবে।
প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংগঠন (DRDO) এর আধিকারিকরা জানান, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্জুন ট্যাংকের উন্নত ভার্সন দেশবাসীকে সমর্পিত করবেন। প্রধানমন্ত্রী ১৪ ফেব্রুয়ারি চেন্নাই থেকে এটি দেশের সেনার হাতে তুলে দেবেন।” এই ট্যাংকের নির্মাণ আর উন্নয়ন সম্পূর্ণ ভাবে DRDO করেছে, আর ভারতীয় সেনার সমস্ত চাহিদা মেটাবে এই ট্যাংক।
এই অত্যাধুনিক ১১৮ টি ট্যাংক দিয়ে দুটি রেজিমেন্ট বানানো হবে। DRDO অর্জুন মার্ক ১এ ট্যাংক উন্নত করার কাজে লেগেছিল। চীফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত আর DRDO এর চীফ ডঃ জি সতীশ রেড্ডির মধ্যে সেনার স্বদেশী হাতিয়ার সিস্টেম বানানো নিয়ে চর্চা হয়েছে। অর্জুন ট্যাংককে DRDO এর কমব্যাট ভেহকিলস ডেভলপমেন্ট ইস্টাবলিশমেন্ট-এ ডিজাইন করা হয়েছে। চেয়ারম্যান সতীশ রেড্ডি দেশের প্রথম অর্জুন মার্ক ১এ ট্যাংক প্রধানমন্ত্রীকে উপহার দেবেন।