আরও মজবুত হবে ভারতীয় সেনা, চলছে ৩০৭টি আর্টিলারি কামান কেনার প্রস্তুতি

বাংলাহান্ট ডেস্ক: নিজেদের প্রযুক্তিগত দিক থেকে আরও উন্নত করতে সব সময়েই উদ্যত ভারতের সশস্ত্র বাহিনীগুলি (Indian Army)। শত্রুর হাত থেকে নিজেদের বাঁচাতে নিজেদের অস্ত্রভাণ্ডার আরও মজবুত করছে ভারত। একদিকে পূর্ব লাদাখে চিনের সঙ্গে বিবাদ। অন্যদিকে পাকিস্তানি সীমান্তে সন্ত্রাসবাদী অনুপ্রবেশ। দু’দিক থেকেই শত্রুদের আক্রমণ ঠেকাতে নিজেদের শক্তি বাড়াতে তৎপর ভারত।

এই দুই দেশের সীমান্তে ভারত নিজেদের আর্টিলারি সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার উপর কাজ করছে। এর ফলে সেনাবাহিনী ৩০৭টি ATAGS হাউইটজার কেনার প্রস্তাব দিয়েছে। এমনই জানিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। চিন ও পাকিস্তান সীমান্তে মোতায়েন করার জন্য ভারতীয় সেনাবাহিনী ৩০৭টি অ্যাডভান্সড টোড আর্টিলারি গান সিস্টেম কেনার প্রস্তাব দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রককে। ‘

atags

প্রতিরক্ষা ক্ষেত্রে ‘মেক ইন ইন্ডিয়া’-কে আরও এগিয়ে নিয়ে যেতে চায় সেনাবাহিনী। একইসঙ্গে চিন ও পাকিস্তান সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করে তুলতে এই অস্ত্রগুলি কিনতে চাইছে তারা। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই প্রস্তাবটি ১ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের। ইতিমধ্যেই এটি নিয়ে আলোচনা চলছে মন্ত্রকের অন্দরে। শীঘ্রই এই প্রস্তাবটি অনুমোদনের জন্য নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটিতে পাঠানো হতে পারে।

সেনাবাহিনীর আধিকারিকরা জানিয়েছেন, স্বদেশী প্রযুক্তিতে তৈরি হাউইটজারের জন্য এটিই প্রথম প্রস্তাব হতে চলেছে। তাঁরা আরও জানিয়েছেন, ইতিমধ্যেই বিভিন্ন উচ্চতার অঞ্চলে এগুলির পরীক্ষা করা হচ্ছে। একইসঙ্গে ব্যবহারকারীদের পরামর্শ অনুযায়ী এগুলিকে আরও উন্নত কীভাবে বানানো যায়, তা নিয়েও আলোচনা চলছে। এই হাউইটজারগুলি তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। 

টাটা অ্যাভান্সড সিস্টেমস লিমিটেড এবং ভারত ফোর্জ লিমিটেডের সঙ্গে যৌথভাবে এগুলি তৈরি করা হয়েছে। সবচেয়ে বেশি দূরের রেঞ্জের স্বদেশী আর্টিলারি কামান 155 mm/52 অ্যাডভান্সড টোড আর্টিলারি গান সিস্টেমের পরীক্ষা হয়েছিল গত মে মাসের ২ ও ৩ তারিখের মধ্যে। অ্যাডভান্সড আর্টিলারি গান সিস্টেম প্রকল্পটি আসলে ডিআরডিও-র তৈরি একটি 155 mm হাউইটজার। পুরোনো আর্টিলারি কামারের পরিবর্তে নতুন এই অস্ত্র মোতায়েন করার পরিকল্পনা রয়েছে সেনার। এই কামানের ওজন ১৮ টন।  

Subhraroop

সম্পর্কিত খবর