তেরঙ্গা উত্তোলনের পর পড়েছিলেন দুর্ঘটনার কবলে, ১৬ বছর পর বাড়ি ফিরল জওয়ানের মরদেহ

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ১৬ বছর পর বাড়ি ফিরছে মৃত জওয়ানের (indian army) মরদেহ। দেশের সুরক্ষায় মোতায়েন থেকে ২০০৫ সালের ২৩ শে সেপ্টেম্বর উত্তরাখণ্ডের একটি গভীর খাদে পড়ে গিয়েছিলেন অমরিশ ত্যাগি। তারপর সেখানেই দীর্ঘ ১৬ বছর ধরে বরফের মাঝে চাপা পড়ে ছিলেন তিনি। এবার গাজিয়াবাদে (ghaziabad) তাঁরই বাড়িতে আনা হচ্ছে তাঁর মরদেহ।

গাজিয়াবাদের বাসিন্দা অমরিশ ত্যাগি ১৯৯৫ সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। তারপর নিজের কাজ নিষ্ঠার সঙ্গে পালন করায়, বেশ কয়েকবার হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় বেশ কয়েকবার পতাকা উত্তোলন করেছিলেন তিনি।

এইভাবে গত ২০০৫ সালের সেপ্টেম্বরে উত্তরাখণ্ডের হিমালয় চূড়ায় পতাকা উত্তোলন করতে তাঁর দলবল নিয়ে পৌঁছেছিলেন অমরিশ ত্যাগি। সেইসময় ফিরে আসার সময় অমরিশ ত্যাগি উত্তরাখণ্ডের একটি গভীর খাদে পড়ে যান তিনি। সেই সময় তাঁর সঙ্গে আরও ৩ জন বরফে চাপা পড়ে গিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে ৩ জনের দেহ উদ্ধার করা সম্ভব হলেও, অমরিশ ত্যাগির দেহ খুঁজে পাওয়া যায় ন।

এই ঘটনার ঠিক ১৬ বছর পর ২০২১ সালের ২৩ শে সেপ্টেম্বর সেনা শিবির থেকে তাঁর পরিবারের কাছে একটি ফোন কল আসে। আর এই ফোন পেয়ে আবারও কান্নায় ভেঙে তাঁর গোটা পরিবার। সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁদের জানানো হয়, ১৬ বছর পর একই স্থান থেকে বরফ গলার ফলে অমরিশ ত্যাগির মরদেহ খুঁজে পাওয়া গিয়েছে। এই খবর পাওয়ার পর অমরিশ ত্যাগিকে শেষ বিদায় জানাতে গোটা গ্রাগবাসী তাঁর বাড়িতে উপস্থিত হয়।

সম্পর্কিত খবর

X