মাসিক বেতন ৩৬ হাজার, ইন্ডিয়ান ব্যাংকে ম্যানেজার পদে চাকরির বিজ্ঞপ্তি জারি

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের সকল চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। আপনার জীবনের প্রধান লক্ষ্য যদি হয় ব্যাঙ্কের চাকরি, তবে নীচে দেওয়া রইলো নিয়োগ সংক্রান্ত সকল প্রক্রিয়া। সম্প্রতি, ইন্ডিয়ান ব্যাঙ্কের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে কেবল ডিপ্লোমা পাসেই 312 টি শূন্য পদে নিয়োগ করা হতে চলেছে। আপনি যদি এই কাজের জন্য আগ্রহী এবং যোগ্য হন, তাহলে দেখে নিন এই প্রতিবেদনটি, যেখানে যোগ্যতা, বয়স ও আবেদন পদ্ধতি সহ যাবতীয় তথ্য তুলে ধরা হলো।

পদের নাম:
Bank Manager(বিভিন্ন পদ)

পদের সংখ্যা: এক্ষেত্রে মোট 312 টি শূন্য পদে নিয়োগ হতে চলেছে, যেখানে পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।

কাজের সময়সীমা: ফুল টাইম।

স্যালারি: এক্ষেত্রে স্যালারি বা বেতনের পরিমান বেশ নজরকাড়া। ইন্ডিয়ান ব্যাঙ্কের ম্যানেজর পদে আপনি 36000 টাকা থেকে শুরু করে মাসিক সর্বোচ্চ 89890 টাকা পর্যন্ত উপার্জন করতে সক্ষম হবেন।

অভিজ্ঞতা: কোনো রকম অভিজ্ঞতা লাগবে না।

আবেদন মূল্য: এই পদে আবেদন করার জন্য general-দের 850 টাকা ফি লাগবে, যেখানে sc/st দের জন্য সেই পরিমান 175 টাকা।

বয়স সীমা: আপনি যদি উক্ত পদে আবেদন করতে চান, তবে আপনার ন্যূনতম বয়স 20 এবং সর্বোচ্চ বয়স 40 বছর হতে হবে। তবে সরকারি নিয়মের অধীনে কিছু ছাড় পাওয়া যাবে।

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য আপনার UG/PG/diploma/B.tech/M.tech ডিগ্রি থাকা প্রয়োজন।

আবেদন প্রক্রিয়া:
1. আপনাকে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।  2.  Indianbank.in লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে।
3. প্রথমে নিজের নাম দিয়ে করতে হবে রেজিস্টার। এরপর সেখানে দেওয়া নির্দেশাবলী পড়ে ফর্ম ফিলাপ করতে হবে।
4. এবার প্রয়োজনীয় documents গুলি সহ আবেদন ফি সাবমিট করুন।

আবেদনের তারিখ: 24/05/2022 থেকে 14/06/2022।

নিয়োগ পদ্ধতি:
1. অনলাইন পরীক্ষা।
2. ইন্টারভিউ।


Sayan Das

সম্পর্কিত খবর