১৫০০ টি শূন্যপদে নিয়োগ করছে Indian Bank! কোন বিভাগে আবেদন জানাতে পারবেন আপনি? দেখুন

বাংলাহান্ট ডেস্ক : একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান ব্যাংক (Indian Bank)। ইতিমধ্যেই রাষ্ট্রয়ত্ত এই ব্যাংকের তরফে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে।

ইন্ডিয়ান ব্যাঙ্কে (Indian Bank) কর্মী নিয়োগ

ইতিমধ্যেই বুধবার থেকে শুরু হয়েছে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া। বিজ্ঞপ্তি অনুযায়ী, ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank) নিয়োগ করতে চলেছে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে। মোট ১৫০০ জনকে এই পদে নিয়োগ করা হবে। এক বছর প্রশিক্ষণ দেওয়া হবে নিযুক্তদের। পশ্চিমবঙ্গ সহ ২৯ টি রাজ্যে এই পোস্টিং দেওয়া হবে।

আরোও পড়ুন : বাড়ি ভাঙতে এলেই ঘটত বিপদ! অবশেষে মাটির নিচ থেকে উঠলেন দেবী, অলৌকিক ঘটনা রাজ্যের এই জেলায়

১৯৬১ সালের শিক্ষানবিশি আইন অনুযায়ী নিযুক্তদের প্রতি মাসে ১২,০০০ টাকা বা ১৫,০০০ টাকা বৃত্তি দেওয়া হবে। ২০ থেকে ২৮ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা। যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে স্নাতক উত্তীর্ণ হলে আবেদন করা যাবে।

আরোও পড়ুন : অনন্ত-রাধিকার বিয়ে উপলক্ষে খুলে গেল রিলায়েন্সের কর্মীদের ভাগ্য! হঠাৎ হলটা কী?

এছাড়াও থাকতে হবে স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা। অনলাইনে লিখিত পরীক্ষা নেওয়া হবে আবেদনকারীদের। তারপর যোগ্য প্রার্থীদের দেওয়া হবে নিয়োগ। এক ঘন্টা অনলাইন লিখিত পরীক্ষা চলবে। অবজেক্টিভ ধর্মী প্রশ্ন আসবে এই পরীক্ষায়।

Indian Bank Recruitment

এই পদে যারা আবেদন করতে আগ্রহী তাদের ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নথি সহ আবেদন জানাতে হবে। আবেদন মূল্য বাবদ দিতে হবে ৫০০ টাকা। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের আবেদন মূল্য লাগবে না। আগামী ৩১ শে জুলাই ২০২৪ পর্যন্ত চলবে আবেদন গ্রহণ প্রক্রিয়া। বিস্তারিত জানার জন্য ইন্ডিয়ান ব্যাংকের (Indian Bank) অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর