রাহুলের বদলে এবার ওপেনিংয়ে পন্থ? জবাব দিলেন ভারতীয় ব্যাটিং কোচ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় এসেছিল। দ্বিতীয় ম্যাচে দুর্বল নেদারল্যান্ডসকে একটি দুর্বল দলের মতোই হারিয়েছে ভারত। দুটি ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন বিরাট কোহলি, ভুবনেরশ্বর কুমাররা। কিন্তু তারপরেও ভারতীয় দলকে নিয়ে পুরোপুরি নিশ্চিন্ত নন সমর্থকরা।

ভারতীয় দলকে দুটি ম্যাচেই একটি বিশেষ জায়গায় ভুগতে হয়েছে এবং সেই জায়গাটি হল ওপেনিং। প্রথম ম্যাচে ওপেনার লোকেশ রাহুল এবং রোহিত শর্মা দুজনেই ব্যর্থ হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচেও লোকেস রাহুল ব্যর্থ হয়েছেন আর রহিত শর্মার বেশ কয়েকবার ক্যাচ পড়ার পর তিনি সফলতা পেয়েছেন।

বিশ্বকাপের মত মঞ্চে একই ভুল বারবার করে গেলে ভারতীয় দলকে ভবিষ্যতে পড়তে হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। লোকেশ রাহুল দ্বিতীয় ম্যাচে কিছুটা দুর্ভাগ্যবশত আউট হন। আম্পায়ার তাকে এলবিডব্লিউ আউট দেওয়ার পর তিনি নন স্ট্রাইকারে থাকা রোহিত শর্মার কাছে রিভিউ নেবেন কিনা পরামর্শ চাইলে রোহিত শর্মা তাকে রিভিউ না নেওয়ার পরামর্শ দেন। যদিও পরে দেখা যায় যে রাহুল আসলে আউট ছিলেন না। কিন্তু সেই ভুল সিদ্ধান্তটি কার্যকরী হওয়ার আগেও ১২ বল খেলে রাহুল অত্যন্ত ধীরগতিতে খেলে ৯ রান করেছিলেন।

এইমুহূর্তে ভারতীয় দলে রাহুলের পরিবর্ত নেই বললেই চলে। দলে থাকা রিশভ পন্থকে বিগত কয়েক মাসে কয়েকবার ওপেনার হিসেবে খেলানো হয়েছে রোহিত শর্মার সাথে। রাহুলের রান খরা অব্যাহত থাকলে তাকে কি ফের ভারতীয় দলের ওপেনার হিসেবে দেখা যেতে পারে বিশ্বকাপে?

এই প্রশ্নের জবাব দিয়েছেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। তিনি এই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিয়ে বলেছেন, “লোকেশ রাহুল একজন দক্ষ ক্রিকেটার। মাত্র দুটি ম্যাচের ওপর ভিত্তি করে আমরা তাকে বদল করার কথা ভাবতে পারি না। অস্ট্রেলিয়া আসার আগে এবং এখানের অনুশীলন ম্যাচগুলোতেও রান করেছে। ওকে ওপেনার হিসেবে ভেবেই আমরা নিজেদের পরিকল্পনা সাজাচ্ছি।”

Reetabrata Deb

সম্পর্কিত খবর