ভারত মাঠে নামার ফাঁস হল ভয়ানক রেকর্ড! পাক পেস আক্রমণের সামনে অসহায় ভারতীয় ব্যাটাররা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এশিয়া কাপের (2023 Asia Cup) লড়াই আরম্ভ হয়ে গিয়েছে। প্রথম ম্যাচে পাকিস্তান, নেপালকে এবং দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা, বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে। আজ মাঠে নামতে চলেছে ভারতীয় দল (Indian Cricket Team)। আসন্ন বিশ্বকাপের (2023 ODI World Cup) জন্য এই এশিয়া কাপ একটা আদর্শ প্রস্তুতি মঞ্চ। তার আগে সম্প্রতি অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও অন্যান্য ব্যাটারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান সকলের সামনে এসেছে। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে সেই পরিসংখ্যান ভারতীয় ভক্তদের কিছুটা ভাবাবে।

এই মুহূর্তে পাকিস্তানের পেস আক্রমণ পিচে একটু সাহায্য পেলে বিশ্বের যে কোনও ব্যাটিং লাইনআপকে ধরাশায়ী করার ক্ষমতা রাখে। আর তাদের বিরুদ্ধে এই মুহূর্তে ভারতের ব্যাটিং অর্ডারের রেকর্ড আমাদের হাতে এসেছে। সেই পরিসংখ্যান বলছে শাহীন আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহের বিরুদ্ধে বিরাট কোহলি ছাড়া বাকি ভারতীয়দের রেকর্ড খুব একটা ভালো নয়। প্রতিবেদনের পরের অংশে এই তিন বোলারের বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটারা যখন যখন মাঠে নেমেছে তখন তখন তারা কত রান করেছেন এবং কবার আউট হয়েছেন সেই পরিসংখ্যান তুলে ধরা হলো।

rohit kohli pak

আফ্রিদি, রাউফ ও নাসিমের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের রেকর্ড (ফরম্যাট নির্বিশেষে):
◆ রোহিত শর্মা: ৪৭ রান, ৩ বার আউট
◆ বিরাট কোহলি: ১১৭ রান, ১ বার আউট
◆ শুভমান গিল: (এখনও এদের বিরুদ্ধে খেলেননি)
◆ ঈশান কিষাণ: (এখনও এদের বিরুদ্ধে খেলেননি)
◆ শ্রেয়স আইয়ার: (এখনও এদের বিরুদ্ধে খেলেননি)
◆ সূর্যকুমার যাদব: ২২ রান, ২ বার আউট
◆ লোকেশ রাহুল: ২২ রান, ৩ বার আউট
◆ হার্দিক পান্ডিয়া: ৪৭ রান, ১ বার আউট
◆ রবীন্দ্র জাদেজা: ১৯ রান, আউট হননি।

এই পরিসংখ্যান থেকে একটা বিষয় স্পষ্ট। পাকিস্তানের বোলিং আক্রমণের ভারতকে বেকায়দায় ফেলার সমূহ সম্ভাবনা রয়েছে। রোহিত শর্মা আগ্রাসী ব্যাটিংয়ের কথা বলেছেন প্রথম থেকেই। কিন্তু শুরু থেকেই মরিয়া আক্রমণ করতে গিয়ে হিতে বিপরীত হবে না তো? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কয়েক ঘণ্টার মধ্যেই।

আরও পড়ুন: নেপালের পা কেঁপেছে! রোহিত, কোহলিরা সামলাতে পারবেন তো পাকিস্তানের আগুনে বোলিং?

সম্ভাব্য ভারতীয় একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর