বাংলা হান্ট নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল শ্রীলঙ্কা। নামিবিয়ার বিরুদ্ধে হারের পর আজকে সংযুক্ত আরব আমিরশাহির মুখোমুখি হয়েছে তারা। আজ শ্রীলঙ্কা দলের কাছ থেকে বড় পারফরম্যান্স আশা করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু ক্রিকেটপ্রেমীদের সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেনি শ্রীলঙ্কা।
টসে হেরে আজকের প্রথমে ব্যাট করতে নেমে ছিলেন শ্রীলঙ্কান ওপেনাররা। একটা সময় অবধি বেস্ট ছন্দময় গতিতেই রান উঠছিল শ্রীলঙ্কা স্কোর বোর্ড। কিন্তু আচমকাই শ্রীলঙ্কার রানের গাড়িতে স্প্রিড ব্রেকার লাগানো হলো। জিনিস এই কাজটা করলেন তিনি হলেন সংযুক্ত আরব আমিরশাহি দলের চেন্নাইজাত লেগ স্পিনার কার্তিক মাইয়াপ্পন।
১৪.৩ ওভার অবধি মাত্র ২ উইকেট খুইয়ে ১১৭ রান তুলে ফেলেছিলেন রাজাপক্ষরা। বড় রানের দিকে এগোচ্ছিল দ্বীপরাষ্ট্র। কিন্তু সেই ওভারের বাকি তিন বলে পরপর রাজাপক্ষ, আসালঙ্কা এবং অধিনায়ক দাসুন শানাকাকে ফিরিয়ে চলতি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকটি সেরে নেন লেগ স্পিনার কার্তিক মাইয়াপ্পন। নিজের ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে তিনটি উইকেট তুলেছেন তিনি। আরোহী দুর্দান্ত অফার শ্রীলঙ্কার ছন্দ নষ্ট করে দেয়। বাকি ৫ ওভারে মাত্র ৩৫ রান তুলতে পারে তারা। ২০ ওভারে ১৫২ রান তুলেছে শ্রীলঙ্কা।