ভারতীয় বোলারদের দাপটে ধসে গেল শ্রীলঙ্কা! ৪০ ওভারের আগেই অল-আউট শানাকারা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আসামের বর্ষাপাড়া স্টেডিয়ামের মতোই ইডেনেও বড় রানের দেখা পাওয়া যাবে বলে আশঙ্কা করেছিলেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। কিন্তু তাদের সেই আশা পূর্ণ হল না। আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। সম্ভবত আগের ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত বুমেরাং হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কিন্তু আজ ভারতীয় বোলারদের দাপটের সামনে ৪০ ওভারও টিকতে পারল না শ্রীলঙ্কান ব্যাটিং লাইনআপ। ভারতীয় দলে একটাই পরিবর্তন ছিল। চোটের কারণে ছিটকে গিয়েছিলেন তারকা লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। তার বদলে ভারতীয় দলে আজ সুযোগ পেয়েছিলেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব।

তার স্পিনের ভেলকিতে আজ তছনছ হয়ে যায় শ্রীলঙ্কার মিডল অর্ডার। যে দাসুন শানাকা ভারতকে দেখলেই গত কয়েক ম্যাচ ধরে জ্বলে উঠছেন, তাকে মাত্র ২ রানের ব্যক্তিগত স্কোরে বোল্ড করে শ্রীলঙ্কার ভদ্রস্থ করে পৌঁছানোর যাবতীয় আসা শেষ করে দেন তিনি। ১০ ওভার হাত ঘুরিয়ে ৫১ রানের বিনিময়ে তিনটি উইকেট তুলেছেন তিনি।

তাকে যোগ্য সঙ্গত দিয়েছেন মহম্মদ সিরাজ এবং উমরান মালিক। উমরান মালিক নিজের ৭ ওভারের কোটায় ৪৮ রান দিলেও হাসারঙ্গা ও করুণারত্নের উইকেট তুলে শ্রীলঙ্কার লোয়ার মিডল অর্ডারকে ভেঙেছেন। নিজের ৫ ওভারে ৩০ রান দিয়ে ৩টি উইকেট নিয়ে আবারও নিজের অপরিহার্যতা প্রমাণ করেছেন। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ২১৫ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর