ফেলে দেওয়া জিনিস দিয়েই ৬০০ এর বেশী ড্রোন বানিয়ে ফেলেছে এই ভারতের কিশোর, ৮৭ দেশ থেকে মিলেছে সম্মান

বাংলাহান্ট ডেস্কঃ ভারতে (India) প্রতিভার অভাব নেই। সুদুর প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত ভারতের মাটিতে জন্মেছেন এমন এমন মহাপুরুষ যারা কাব্য, সাহিত্য, দর্শন, বিজ্ঞান সব ক্ষেত্রেই বিশ্বকে পথ দেখিয়েছেন। এখনো ভারতের যুব সমাজ এমন এমন কাজ করে চলেছে যা বিশ্বকে পথ দেখাতে পারে। এমনই একজন প্রতাপ। যিনি ইলেকট্রনিকস বর্জ্য দিয়েই বানিয়ে ফেলেছেন ৬০০ টি ড্রোন (drone)।

20200708 155715

ড্রোনের সাথে প্রতাপের পরিচয় খুব ছোটবেলা থেকেই। ১৪ বছর বয়সেই তার ড্রোনের প্রতি আগ্রহ তৈরি হয়। ১৬ বছর বয়সেই তৈরি করে ফেলেন প্রথম ড্রোন। যেটিও তৈরি হয়েছি বর্জ্য দিয়েই। তার পর থেকে প্রায় ৬০০ টি ড্রোন তৈরি করে ফেলেছে এই বিস্ময় বালক।

তাছাড়া, তিনি সীমান্ত নিরাপত্তা, টেলিফোনের অপারেশন, ড্রাফ্ট অপারেশনস, ড্রোন ট্রান্সফারেন্সের জন্য ড্রোনস, অমানবিক বায়োলার বা অ-পাইলটেড ড্রোন সহ ছয়টি অভিনব ড্রোন তৈরি করেছে। এছাড়া বন্যা ত্রাণের সময়ও তার ড্রোন অত্যন্ত কার্যকরী হয়েছিল।

উল্লেখ্য ড্রোন তৈরির সময় সে বর্জ্য পদার্থ ব্যবহার করে। ভাঙা ড্রোন – মোটর, ক্যাপাসিটর এবং অন্যান্য ইলেকট্রনিক্স থেকে উপাদান ব্যবহার করার চেষ্টা করে – যেগুলি স্যালভাইজড এবং পুনরায় ব্যবহার করা যায় এমন অংশগুলি দিয়েই তৈরি হয় তার ড্রোন। যার ফলে ড্রোন তৈরির খরচই শুধু কমে যায় না, পরিবেশেরও উপকার হয়।

এখনো পর্যন্ত ৮৭ টি দেশে প্রতাপ তার এই ড্রোন গুলির প্রদর্শনী করেছে। পেয়েছে দেশ বিদেশের নানা পুরস্কারও। তার মধ্যে আছে আলবার্ট আইনস্টাইন পুরস্কার ও আন্তর্জাতিক রোবোটিকস পুরস্কারও।

সম্পর্কিত খবর