বাংলাহান্ট ডেস্ক : তুলকালাম কাণ্ড পাক সীমান্তে (Pakistan Border)! ভারতের সীমান্ত (BSF) প্রতিরক্ষা বাহিনীর এক জওয়ান পৌঁছে যান পাকিস্তানের এলাকায়। তিনি ধরাও পড়ে যান পাক রেঞ্জার্সদের হাতে। আর তারপরই শুরু হয় হুলুস্থুল কাণ্ড। অবশেষে দুই পক্ষের শান্তি আলোচনা হয়। অবশেষে পাকিস্তান ওই জওয়ানকে ভারতে ফিরিয়ে দেয়। ওই সেনা জওয়ানও দেশের মাটিতে ফিরে এসে হাঁপ ছেড়ে বাঁচেন।
কী ঘটেছিল সেই দিন? জানা যাচ্ছে ভারতীয় সেনার তরফ থেকে সীমান্তে পাহাড়া দিচ্ছিলেন ওই জওয়ান। অবোহর সীমান্তে রুটিন মাফিক টহল দেওয়ার সময় ভুল করে পাকিস্তানের এলাকায় ঢুকে পড়েন তিনি। প্রথমে তিনি বুঝতেই পারেননি যে তিনি চলে এসেছেন পড়শি দেশের নিয়ন্ত্রিত এলাকার মধ্যে। যখন বুঝতে পারেন তখন দেরি হয়ে গেছে অনেকটাই। নজরে পড়ে গিয়েছেন পাক রেঞ্জার্সদের। এক ভারতীয় সেনাকে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখে তাঁকে আটক করে নিয়ে যায় পাক সেনা। শুরু হয় জিজ্ঞাসাবাদ পর্ব।
ইতিমধ্যে এই পাড়ে ওই সীমান্ত রক্ষীর নিরুদ্দেশ হওয়ার খবর ছড়িয়ে পরে। শুরু হয় অনুসন্ধান অভিযান। এরপরই ভারতীয় সেনা জানতে পারে ভুল করে পাকিস্তান চলে গিয়েছেন ওই জওয়ান। ভারতের তরফ থেকে ফ্ল্যাগশিপ মিটিংয়ের প্রস্তাব করা হয়। তাতে রাজিও হয় পাকিস্তান।
পাকিস্তান প্রথমে ভেবেছিল ওই জওয়ান সীমান্তে পাকিস্তানের প্রস্তুতি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এসেছিলেন। তাঁকে আটক করে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। তবে কোনও সন্দেহ জনক কিছু খুঁজে পায়নি বলেই দাবি করে পাকিস্তান। এরপরই ভারতের সঙ্গে ফ্ল্যাগশিপ মিটিং-এ বসতে রাজি হয়। সেই মিটিং-এ সন্তুষ্ট হয়ে ওই জওয়ানকে ফিরিয়ে দেয় পাক সেনা। ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয় ওই জওয়ান টহল দিচ্ছিলেন। এরই মধ্যে রাস্তা হারিয়ে ফেলেন তিনি। তারপর ভুল করে চলে যান পাকিস্তান সীমান্তে। পরে পাক সেনা ওই জওয়ানকে ছেড়ে দেয়।