বাংলা হান্ট ডেস্ক : সংসদের বাজেট (Budget 2024) অধিবেশন শুরু হয়েছে গত বুধবার থেকে। রাষ্ট্রপতির ভাষণ দিয়ে শুরু হয় বাজেট অধিবেশন (Budget 2024)। আজ ১লা ফেব্রুয়ারি দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) বাজেট পেশ করেছেন। আপাতত সেদিকেই নজর রয়েছে গোটা দেশের। যেহেতু সামনেই লোকসভা নির্বাচন তাই বিজেপি সরকার এই ভোটকে পাখির চোখ করে এগোতে চাইবে বলেই ধারণা রাজনৈতিক কারবারিদের।
চলতি বাজেট অধিবেশনে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, মহিলা, তরুণ, গরিব, কৃষক—মোদীর অগ্রাধিকারে থাকা এই পাঁচটি ‘ভোটব্যাঙ্কের’ কোনও বড় উপহার থাকবে বলেই ধারণা অর্থনৈতিক বিশেষজ্ঞদের। তাহলে চলুন ঝটপট দেখে নিই নয়া বছরের শুরুতে ঠিক কী কী উপহার নিয়ে এল মোদী সরকার।
তিনটি রেলওয়ে করিডর : বাজেট অধিবেশনে নির্মলা সীতারামন জানিয়েছেন, তিনটি বড় রেলওয়ে করিডর তৈরি করা হবে। এই তিনটি করিডর হল, বন্দরের সঙ্গে যুক্ত করিডর, শক্তি-খনিজ করিডর, সিমেন্ট করিডর এবং অতিঘন ট্রাফিক চলাচল সংক্রান্ত করিডর।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি : বলে রাখা ভালো, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় প্রায় ৩ কোটি বাড়ি তৈরি হয়েছে। আগামি দিনে আরও ২ কোটি বাড়ি দেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন নির্মলা সীতারামন। এবং এবার মধ্যবিত্তরাও আবাস যোজনার আওতায় ঘর পাবেন।
মৎস্যজীবীদের জন্য বিশেষ প্রকল্প : দেশের মৎস্যজীবিদের জন্য বিশেষ প্রকল্প আনা হবে বলে জানিয়েছেন নির্মলা সীতারামন।
মহিলাদের জন্য ‘লাখপতি দিদি’ : এইমুহুর্তে দেশে প্রায় ৮৩ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। প্রায় ১ কোটি মহিলা নাগরিক স্বনির্ভর হয়েছেন মোদী সরকারের আমলে। আগামি দিনে এই সংখ্যাকে ২কোপিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে মোদী সরকার।
আয়কর বিভাগ : আয়কর কাঠামো যেমন ছিল তেমনই থাকবে বলে জানিয়েছেন নির্মলা সীতারামন। তবে যেসব বিভাগে ছাড় মার্চ মাস অবধি ছিল তা আগামী বছর ৩১ মার্চ অবধি বৃদ্ধি করা হবে।
৪০ হাজার সাধারণ বগি আপগ্রেড করা হবে : বন্দে ভারতের মত ঝকঝকে করে তোলা হবে ভারতীয় রেলের ৪০ হাজার বগি। বৃদ্ধি পাবে স্পিড। একই সাথে মেট্রো রেলের পরিকাঠামোকেও উন্নত করে তোলা হবে বলে জানিয়েছেন নির্মলা সীতারামন।
এছাড়াও আরও একটি বড় ঘোষণা করেছে মোদী সরকার। খবর, এবার সৌরশক্তির মাধ্যমে এক কোটি বাড়ি সৌরশক্তির মাধ্যমে প্রতি মাসে ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ পাবে। এতে কম করে হলেও ১৫-২০ হাজার টাকা সাশ্রয় করতে পারবে সাধারণ মানুষ। পাশাপাশি ই-ভেহিকেল চার্জ করার জন্য বড় আকারের স্থাপনা থাকবে।