জনপ্রিয়তার দিক দিয়ে দীপিকা-প্রিয়াঙ্কাকে পিছনে ফেলে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

ভারত অধিনায়ক বিরাট কোহলি যিনি ব্যাট হাতে মাঠে নামলেই নতুন নতুন রেকর্ড তৈরি করেন। ক্রিকেট মাঠে তিনি কিং কোহলি। এছাড়া মাঠের বাইরেও জনপ্রিয়তার দিক দিয়ে সবাইকে পিছনে ফেলে দেয় বিরাট কোহলি। শুধুমাত্র মাঠের ভিতরেই নয় মাঠের বাইরেও একই মহিমায় পাওয়া যায় বিরাট কোহলি কে।

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এই মুহূর্তে ক্রিকেট মাঠের বাইরেও দাপট দেখাচ্ছেন। সম্প্রতি স্যোসাল মিডিয়াতে দাপট দেখা যাচ্ছে বিরাট কোহলির। এবার স্যোসাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রামেও নজির গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

7781629280c5b843ea14287b4434635e2507e5ed 1

বলিউডের দুই সুপারস্টার দীপিকা পাড়ুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়া কে পিছনে ফেলে দিয়ে প্রথম ভারতীয় হিসাবে ইনস্টাগ্রামে পঞ্চাশ মিলিয়ন ফলোয়ারসের মাইলস্টোন স্পর্শ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। 49.9 মিলিয়ন ফলোয়ারস নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দীপিকা পাড়ুকোন, তার ইনস্টাগ্রামে বর্তমান ফলোয়ারস সংখ্যা 44.1 মিলিয়ন।

Udayan Biswas

সম্পর্কিত খবর