বাংলাহান্ট ডেস্ক : আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বড়সড় পাচার চক্রের পর্দা ফাঁস করল উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard)। আন্দামানে মাছ ধরার ট্রলার থেকে উদ্ধার হয়েছে ছয় হাজার কেজি নিষিদ্ধ মাদক। ভারত সহ উপকূলবর্তী অন্য দেশগুলির উদ্দেশেই এই ট্রলারটি আসছিল বলে মনে করা হচ্ছে। উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard) ওই ট্রলার থেকে ছয় জনকে গ্রেফতার করেছে বলে খবর। প্রত্যেকেই মায়ানমারের নাগরিক।
আন্দামানে মাছের ট্রলার থেকে মাদক উদ্ধার উপকূলরক্ষী বাহিনীর (Indian Coast Guard)
প্রতিরক্ষা সূত্রে খবর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বঙ্গোপসাগর থেকে মাছ ধরার ট্রলারটিকে আটক করা হয়। ট্রলারে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় মাদক। জানা যাচ্ছে, ট্রলারের ভেতরে ছোট ছোট প্যাকেটে ভরে মাদক রাখা ছিল। মোট তিন হাজার প্যাকেট উদ্ধার হয়েছে, যার প্রতিটির মধ্যে প্রায় দু কেজি করে মাদক ভরা ছিল।
সাগরে চলছিল কড়া নজরদারি: জানা যাচ্ছে, ট্রলার থেকে যে মাদক উদ্ধার হয়েছে তার নাম মেথাফেটামাইন। আন্তর্জাতিক ক্ষেত্রে এই মাদকের বাজারমূল্য প্রায় কয়েক কোটি টাকা। বঙ্গোপসাগরে এই প্রথম এত বিপুল পরিমাণে মাদক উদ্ধার হল বলে খবর সূত্রের। জানা যাচ্ছে, উপকূলরক্ষী বাহিনীর (Indian Coast Guard) কড়া নজরদারিতেই ধরা সম্ভব হয়েছে মাদকবাহী ট্রলারটিকে। গত ২৩ শে নভেম্বর উপকূলরক্ষী বাহিনীর একটি বিমান থেকে সাগরের উপরে চলছিল টহলদারি। তখনই ট্রলারের গতিবিধি সন্দেহজনক বলে মনে হয়েছিল পাইলটের। জানা গিয়েছে, পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ১৫০ কিমি দূরে ব্যারেন দ্বীপের কাছে ঘুরছিল মাছ ধরার ট্রলারটি।
আরো পড়ুন : বেড়েছে তেলের রফতানি, তবুও ভারতের পকেটে এল কম টাকা! কারণ জানলে হয়ে যাবেন “থ”
উপকূলরক্ষী বাহিনী আটক করে ট্রলার: বাহিনীর (Indian Coast Guard) তরফে ট্রলারটিকে সতর্ক করে গতি কমাতে বলা হয়। পাশাপাশি স্থলভাগের দায়িত্বে থাকা আধিকারিকদেরও সতর্ক করা হয়। এরপর ব্যারেন দ্বীপের কাছে গিয়ে ট্রলারটিকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মাদক।
আরো পড়ুন : মাথায় ৯০ কোটি টাকার দেনা! পথে বসার জোগাড় হয়েছিল, এই ছবিই টার্নিং পয়েন্ট ছিল অমিতাভের
উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পুলিশ যৌথভাবে এই মাদক চক্রের তদন্ত করবে বলে খবর। উল্লেখ্য, জলপথে মাদক পাচার এই চক্র বহুদিন ধরেই সক্রিয় রয়েছে। এর আগে ২০১৯ এবং ২০২২ সালেও ট্রলার থেকে উদ্ধার হয়েছিল মাদক।