কোরিয়া ওপেনের প্রথম রাউন্ডেই একসাথে তিনজন ভারতীয় প্রতিযোগী ছিটকে গেলেন।

কিছুদিন আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। কিন্তু তারপর থেকে কোথায় যেন হারিয়ে গেলেন সিন্ধু, কোথায় যেন হারিয়ে গেল তার সেই দুর্দান্ত ফর্ম। সেই কিছুদিন আগের পুরনো সিন্ধুকে যেন আর কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুতেই মেলানো যাচ্ছে না কিছুদিন আগের পিভি সিন্ধু এবং আজকের পিভি সিন্ধুকে। কারণ কিছুদিন আগে সকলকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জেতার পরেই পরপর দুটো টুর্নামেন্টের প্রথম এবং দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেন সিন্ধু।

কিছুদিন আগে চায়না ওপেনের প্রথম রাউন্ডে জেতার পড়ে দ্বিতীয় রাউন্ডে বিদায় নিতে হয়েছিল সিন্ধুকে। আর এবার কোরিয়ান ওপেন তবে কোরিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেও পৌঁছাতে পারেননি তিনি, প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন এই হায়দ্রাবাদী শাটলার। কিছুদিন আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে আমেরিকার জ্যাংকে হারিয়েছিলেন পিভি সিন্ধু। আর কোরিয়ান ওপেনের প্রথম রাউন্ডে এই জ্যাংকের কাছে হেরেই বিদায় নিতে হলো পিভি সিন্ধুকে।

saina nehwal pv sindhu a37f8238 ed14 11e7 ba01 0264b08f54bd

সিন্ধুর সাথে সাথে ভারতের ওপর দুই শাটলার সাইনা নেওয়াল এবং সাই প্রণীতকে বিদায় নিতে হয়েছে কোরিয়ান ওপেন থেকে। এই দুজনই চোটের কারণে খেলার মাঝখান থেকেই সরে দাঁড়ান। কিছুদিন আগে চায়না ওপেনের প্রথম রাউন্ডে ছিটকে গিয়েছিলেন সাইনা নেওয়াল আর এবার কোরিয়ার ওপেনেও সেই একই অবস্থা। এই বছরের শুরুতে ইন্দোনেশিয়া ওপেন জিতলেও তারপর থেকে একেবারেই মেজাজে নেই সাইনা। চোটের কারণে একের পর এক টুনামেন্টে অংশগ্রহণ করলেও খুব বেশি দূর এগিয়ে যেতে পারছেন না সাইনা। অপরদিকে গোড়ালিতে চোট থাকার কারণে অপর শাটলার সাই প্রণীতকেও বিদায় জানাতে হল প্রথম রাউন্ডেই।

আর এদের বিদায় জানানোর সাথে সাথে কোরিয়ান ওপেনে আর কোন ভারতীয় প্রতিযোগি থাকলো না, প্রথম রাউন্ডেই একসাথে পরপর তিন জন ভারতীয় প্রতিযোগী ছিটকে গেলেন কোরিয়ান ওপেন থেকে।


Udayan Biswas

সম্পর্কিত খবর