ভারতীয় সংবিধান তৈরিই হয়েছে দেশের সম্পত্তি লুটে নেওয়ার জন্য, বিস্ফোরক কেরলের মন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক : ভারতের সংবিধান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করলেন কেরালার এক মন্ত্রী। পিনরাই বিজয়নের মন্ত্রীসভার সংস্কৃতি মন্ত্রী সাজি চেরিয়ান বলেন ভারতের সংবিধান নাকি তৈরিই হয়েছে দেশের সম্পত্তি লুটে নেওয়ার জন্য। তাঁর বক্তব্য ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে দেশ জুড়ে। চেরিয়ানের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিজেপি নেতা কেযে আলফোন্স।

হঠাৎ কেন এমন বললেন মন্ত্রী মশাই?

জানা যাচ্ছে, কেরলার মালামবানিতে একটি দলীয় বৈঠকে বক্তব্য রাখতে ওঠেন সাজি। ওই সভাতেই তিনি ভারতীয় সংবিধান বিষয়ে একাধিক মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমাদরে এই সুন্দর ভারতীয় সংবিধান লেখা হয়েছে শুধু মাত্র দেশের সম্পদকে লুঠ করার জন্য। ভারতীয় সংবিধান ব্রিটিশদের অনুসরণ করেই লেখা হয়েছে। এবং ভারতীয়রা যে সংবিধানকে মেনে চলে তা আদতে ব্রিটিশদেরই তৈরি। ভারতীয় সংবিধানে উল্লিখিত ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র বা গণতন্ত্রের মতো বিষয়গুলি একেবারেই বোকা বোকা।’ সাজি চেরিয়ানের এই বক্তব্যের ভিডিও রীতিমতো  ভাইরাল হয়ে যায় গোটা দেশ। একাধিক মানুষকে তাঁর বক্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে।

কে এই সাজি চেরিয়ান?

৫৭ বছর বয়সী সাজি চেরিয়ান কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মন্ত্রীসভার এক অতি পরিচিত মুখ। তাঁর হাতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পদ। তিনি একাধারে সংস্কৃতিমন্ত্রী, অপরদিকে, মৎস্য দফতর, বন্দর কারিগরী, যুব কল্যাণের মতো গুরুত্বপূর্ণ পদ সামলান তিনি। আবার কেরালার চলচ্চিত্র উন্নয়ন দফতরও রয়েছে তাঁর হাতে। সংবিধানের বলেই এত গুলো দফতরের মন্ত্রীত্ব নিয়ে বসে থাকা চেরিয়ান কিভাবে সংবিধানেরই বদনাম করেন তা ভেবে চোখ কপালে উঠছে দেশবাসীর।

জানা যাচ্ছে, চেঙ্গানুর বিধানসভা ক্ষেত্র থেকে জিতে বিধায়ক হন তিনি। তবে এর আগেও একবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন সাজি। সালটা ২০১৮। ভয়ংকর বন্যায় প্রায় ধ্বংসের পথে কেরালা। তাঁর বিধানসভা ক্ষেত্র চেঙ্গানিরে জারি হয়েছিল লালা সতর্কতা। প্রায় গোটা চেঙ্গানুরই চলে গিয়েছিল জলের তলায়। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজের অসহায় অবস্থা ব্যক্ত করেন এবং অভিযোগ করেন, কেন্দ্র পর্যাপ্ত সাহায্য করছে না। সেই সাজি চেরিয়ানই সংবিধানকে অপমান করে ভাইরাল হয়ে গিয়েছে।


Sudipto

সম্পর্কিত খবর