ভারতীয় দম্পতির নামে নামকরণ হল মার্কিন বিশ্ববিদ্যালয়ের

 

বাংলা হান্ট ডেস্ক:ভারতীয়-মার্কিন দম্পতি দুর্গা ও সুশীলা আগারওয়ালের নামে হিউস্টন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ভবনের নামকরণ করা হয়েছে। জানা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণে এ দম্পতি এক বিরাট অঙ্কের অর্থ অনুদান করেছিলেন।

 

২০১৭ সালের এই ভবনটির নির্মাণ করতে ৫ কোটি ১০ লক্ষ মার্কিন ডলার ব্যয় হয়েছিল।তখন থেকেই ওই ভবনটির নাম হয় দুর্গা সুশীলা দম্পতির নামে।

জানা গিয়েছে,দুর্গা আগারওয়াল হাজার ১৯৬৮ সালে দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে হিউস্টন বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতকোত্তর ওপর পিএইচডি করেন।দুর্গা টেক্সাস হায়ার এডুকেশন কো অর্ডিনেটিং বোর্ডের প্রাক্তন সদস্য।

f0375 img 20190506 wa0027

ওই ভবনটি নামকরণের দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রেনু খাতোর ভারতের কনসাল জেনারেল অনুপম রায়। উপস্থিত ছিলেন ওই বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং পড়ুয়ারা

সম্পর্কিত খবর