বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) ব্যর্থতা এখন অতীত। এবার প্রস্তুতি শুরু হবে আগামী বছরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের (2024 T-20 World Cup)। ২০২১ এবং ২০২২ সালের ব্যর্থতা কাটিয়ে ২০২৪ সালে ভারতীয় দল (Indian Cricket Team) যাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আয়োজিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা হাতে তুলতে পারে, সেই বিষয়টা নিশ্চিত করতে মরিয়া ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
ভারত বনাম অস্ট্রেলিয়া:
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে ভারতীয় দলের প্রথম পদক্ষেপ হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ। যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিছুদিন আগে ওডিআই বিশ্বকাপ ফাইনাল হারের ক্ষত এখনো দগদগে প্রতিটা ভারতীয় সমর্থকদের মনে, তাদের বিরুদ্ধেই ২৩ শে নভেম্বর থেকে দেশের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। এর মধ্যে সিরিজের প্রথম ম্যাচটি আয়োজিত হতে চলেছে বিশাখাপত্তনামে।
নতুন অধিনায়ক:
সিনিয়র ক্রিকেটারদের মধ্যে বেশিরভাগই যাতে বিশ্বকাপের নকল সামলে উঠতে পারেন, সেই লক্ষ্য নিয়ে এই সিরিজে মূলত তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে। বিশ্বকাপের দল থেকে সেই তিনজন ক্রিকেটারই শুধুমাত্র এই ভারতীয় দলে রয়েছেন যারা ওই টুর্নামেন্টের সবকটি ম্যাচে মাঠে নামেননি। এদের মধ্যে থেকেই এবার সূর্যকুমার যাদবকে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। ক্ষুদ্রতম ফরম্যাটে একজন ক্রিকেটার হিসেবে স্কাইয়ের যোগ্যতা নিয়ে কারোর মনে বিন্দুমাত্র সন্দেহ নেই। এবার তার সামনে সুযোগ রয়েছে অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করার।
আরও পড়ুন: কোহলিকে কিপার রেখে বিশ্বকাপের সেরা একাদশ তৈরি করলেন ডিভিলিয়ার্স! পাকিস্তানকে দিলেন গোল্লা
অধিনায়কের ছড়াছড়ি:
সূর্যকুমার টি-টোয়েন্টি ফরম্যাটে একজন অত্যন্ত সফল ক্রিকেটার হলেও বিশ্বকাপে ভারতীয় দল সফল হতে পারবে কিনা সেই নিয়ে বড় সন্দেহ রয়েছে ভারতীয় সমর্থকদের মনে। কারণ ২০২১-এর শুরু থেকে এই ফরম্যাটে মোট আটজন ক্রিকেটার ভারতকে নেতৃত্ব দিয়েছেন। সূর্যকুমার হবেন নবম ক্রিকেটার যিনি ভারতকে নেতৃত্ব দিতে চলেছেন ২০ ওভারের ক্রিকেটে। অনেকেই মনে করছেন এর কারণে ভারতীয় দলে একটা সুস্থিতি আসছে না। যা টি-টোয়েন্টি ফরম্যাটে দীর্ঘমেয়াদি সাফল্যের পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে।
আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল হেরে মন ভেঙেছে রোহিত শর্মার! BCCI-কে জানিয়ে দিলেন অবসর নেওয়ার সিদ্ধান্ত
২১ থেকে ২৩-এর অধিনায়করা:
২০২১ সালের শুরু থেকে ভারতীয় দলকে কতজন টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতকে নেতৃত্ব দিয়েছেন এবং তাদের সাফল্যের পরিসংখ্যান নিচে তুলে ধরা হলো:
● বিরাট কোহলি: ১০ টি ম্যাচ, ৬ টি জয়
● শিখর ধাওয়ান: ৩ টি ম্যাচ, ১ টি জয়
● রোহিত শর্মা: ৩২ টি ম্যাচ, ২৪ টি জয়
● রিশভ পন্থ: ৫ টি ম্যাচ, ২ টি জয়
● হার্দিক পান্ডিয়া: ১৬ টি ম্যাচ, ১০ টি জয়
● লোকেশ রাহুল: ১ টি ম্যাচ, ১ টি জয়
● যশপ্রীত বুমরা: ৩ টি ম্যাচ, ২ টি জয়
● রুতুরাজ গায়কোয়াড: ২ টি ম্যাচ, ২ টি জয়