২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় নাকি ২০১১ সালে বিশ্বকাপ জয় কোনটা বেশি গুরুত্বপূর্ণ ভাজ্জির কাছে?

দেশের জার্সি গায়ে দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছেন হরভজন সিং। সেই 2007 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে 2011 সালে ওয়ানডে বিশ্বকাপ কিংবা 2001 সালে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কামব্যাক সিরিজ, দেশের জার্সি গায়ে অনেক স্মরণীয় মুহূর্ত তিনি উপহার দিয়েছেন দেশবাসীকে। এছাড়াও ভারতীয় বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীও হচ্ছেন হরভজন সিং। এইদিন হরভজন সিং জানালেন 2001 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কামব্যাক সিরিজ নাকি 2011 সালের বিশ্বকাপ সাফল্যের নিরিখে কোনটা তার কাছে এগিয়ে?

2001 সালে তৎকালীন শক্তিশালী অস্ট্রেলিয়া দলের অশ্বমেদের ঘোড়া থামিয়ে দিয়েছিল সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারতীয় দল। সেই সিরিজের প্রথম ম্যাচটি ভারতীয় দল হেরে গিয়েও কলকাতা এবং চেন্নাইয়ে পরপর দুটি ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছিল ভারতীয় দল। ভারত এখনও পর্যন্ত যে সমস্ত টেস্ট সিরিজ গুলি জিতেছে তার মধ্যে সবার উপরে থাকবে এই সিরিজ জয়।

181370032aa13d68bc0291a574caa83520e15d51b4b67b2a67a859a0dbf10a7acd371467

এইদিন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার সাথে এক আলোচনায় হরভজন সিং জানিয়েছেন 2001 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কামব্যাক সিরিজ আমাকে ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। আমি আজ যে জায়গায় দাঁড়িয়ে তার পেছনে অনেকটা অবদান রয়েছে সেই সিরিজের। সেই কামব্যাক সিরিজ ভারতীয় দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিল। অপরদিকে প্রত্যেকটা ক্রিকেটারেরই স্বপ্ন থাকে বিশ্বকাপ জেতার, আমার সেই স্বপ্ন পূরণ হয়েছিল 2011 সালে। তাই তিনি জানিয়েছেন 2001 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কামব্যাক সিরিজ এবং 2011 সালে বিশ্বকাপ জয় তার কাছে সমান গুরুত্বপূর্ণ।

Udayan Biswas

সম্পর্কিত খবর