ভারতীয় ক্রিকেট হচ্ছে ম্যাচ ফিক্সিংয়ের ঘাঁটি, বিস্ফোরক মন্তব্য প্রাপ্তন পাকিস্তানী ক্রিকেটারের।

পাকিস্তান হল এমন একটা দেশ যাদের সারা জীবন ভারতের পিছনে লেগেই চলে গেল। সেটা রাজনৈতিক দিক দিয়ে হোক কিংবা অন্য কিছু। পাকিস্তানের স্বভাব কিছুটা কাঁচের ঘরে থেকে অন্যের বাড়িতে ঢিল ছোড়ার মত। পাকিস্তানী ক্রিকেটারদের স্বভাবও অনেকটা ওই রকমই। পাকিস্তান ক্রিকেট দুর্নীতিতে বিপর্যস্ত কিন্তু অন্য দেশের ক্রিকেটকে অকারণ আক্রমন করতে ছাড়েন না পাকিস্তানের প্রাপ্তন ক্রিকেটাররা।

ফিক্সিংয়ের সাথে সরাসরি নাম জড়িয়েছে পাকিস্তানের একাধিক তারকা ক্রিকেটারের। সেই মহম্মদ আমির, সালমান বাট থেকে শুরু করে সম্প্রতি উমর আকমল সকলেরই নাম জড়িয়েছে ফিক্সিংয়ের সাথে, কিন্তু সেই দিকে নজর নেই প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারদের। বরং তারা নিজেদের দেশের ক্রিকেট দুর্নীতি না দেখে তারা ভারতকে দোষারোপ করছে। তেমনি প্রাপ্তন পাকিস্তানি ক্রিকেটার আকিব জাভেদ বলেছেন ভারত নাকি ফিক্সিংয়ের ঘটি, ভারত থেকেই বিশ্ব ক্রিকেটে দুর্নীতি ছড়াচ্ছে।

273581692a2a48ff572d5354a8903f402ba88fd55d16c94347065425974151ae3f772ada

এইদিন আকিব জাভেদ বলেছেন আমি যখন ক্রিকেট খেলতাম তখন একাধিক জুয়াড়ি আমাকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমি তাদের ডাকে সাড়া দিইনি আর সেই কারণেই সময়ের অনেক আগেই আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে। এমনকি আমি পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ হতে পারতাম শুধুমাত্র জুয়াড়িদের বিরুদ্ধে মুখ খোলার কারণে আমার ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে। তার দাবি আইপিএলে যে কত বড় বড় ম্যাচ ফিক্সিং হয় সেটা কারোরই অজানা নেই, ভারতেই রয়েছে বিশ্বের সবথেকে বড় ক্রিকেট জুয়াড়িরা।

Udayan Biswas

সম্পর্কিত খবর