রোহিতের হাতে ভারতীয় ক্রিকেট দল সুরক্ষিত, দাবি করলেন প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক

বাংলার হান্ট নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন স্যামি মনে করেন রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট সুরক্ষিত রয়েছে। এই বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা। রোহিত শর্মার নেতৃত্ব ক্ষমতাকে ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বের সাথে তুলনা করেছেন তিনি।

ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত দ্বিপাক্ষিক সিরিজ মিস করা রোহিত শর্মা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আসন্ন সীমিত ওভারের সিরিজে ফিরে আসবেন। তাকে সীমিত ওভারের সব ফরম্যাটের অধিনায়ক মনোনীত করা হয়েছে। দলের নির্বাচকরা বিরাট কোহলিকে ওয়ান ডে অধিনায়ক পদ থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়ার পর।

   

darren sammy

ড্যারেন স্যামি এই প্রসঙ্গে বলেছেন, “কোহলি মাঠে তার পারফরম্যান্সের সাথে ব্যতিক্রমী। এটা দলের ওপর কোনো প্রভাব ফেলবে বলে আমি মনে করি না। রোহিত একজন চমৎকার অধিনায়ক, একজন ভালো প্রেরণাদায়ক নেতা। আমি তাকে আইপিএলে মুম্বাই ইডিয়ান্সয়ের অধিনায়কত্ব করতে দেখেছি। তিনি ধোনি বা গম্ভীরের মতো সেরা অধিনায়কদের মধ্যে একজন।”

একই সময়ে, দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক আরও যোগ করেছেন যে যেহেতু ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মা তাদের সতীর্থদের মনোবল বাড়ানোর ক্ষমতা রাখেন, তাই তারা বড় টুর্নামেন্টে সবসময় ফেভারিট। তাই অভিজ্ঞ ক্যারিবিয়ান অলরাউন্ডার, যিনি বর্তমানে লিজেন্ডস লিগ ক্রিকেটের উদ্বোধনী সংস্করণে বিশ্ব জায়ান্টদের নেতৃত্ব দিচ্ছেন, এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট নিয়ে মোটেও চিন্তিত নন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর