করোনা ভাইরাসের কারণে এই মুহূর্তে পুরো বিশ্বের সাথে সাথে স্তব্ধ হয়ে রয়েছে ভারতবর্ষ। বন্ধ হয়ে গিয়েছে সমস্ত ধরনের ক্রিকেট, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজও বাতিল করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এছাড়াও আইপিএল আগামী 15 ই এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে বিসিসিআই এর তরফে। এছাড়া বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছেন সমস্ত ধরনের ঘরোয়া ক্রিকেট বন্ধ রাখার, সেই কারণে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের সমস্ত ক্রিকেটাররা সকলেই রয়েছেন নিজস্ব ঘরে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত 22 শে মার্চ জনতা কারফিউ এর ডাক দিয়েছিলেন, সারা দেশের জনগন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা জনতা কারফিউতে ব্যাপক সাড়া দিয়েছেন। দেশের জনগণ এই দিনটি ঘরে বসেই কাটিয়েছেন।
এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররাও ঘরেই বসে রয়েছেন আর এমন পরিস্থিতিতে যাতে ক্রিকেটারদের ফিটনেসের কোনো রকম খামতি না সৃষ্টি হয় সেই দিকে লক্ষ্য রেখে ভারতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ আর শ্রীধর ক্রিকেটারদের দিলেন ফিট থাকার টিপস।
ভারতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ আর শ্রীধর ক্রিকেটারদের বাড়িতে বসেই শরীরচর্চা করার টিপস দিলেন। সেই সাথে তিনি একটি ভিডিও পোস্ট করে কিভাবে বাড়িতে বসেই শরীরচর্চা করা যায় সেই বিষয়ে সকলকে জানিয়ে দিলেন। শ্রীধর জানিয়েছেন বাড়িতে থাকো, ফিট থাকো। সবাই যদি ফিট থাকো তাহলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে, সে ক্ষেত্রে ভাইরাস আক্রমণ করার সংক্রমণ অনেকটাই কমে যাবে।