বাংলা হান্ট নিউজ ডেস্ক: সকলেই জানেন যে ভারত এবং পাকিস্তান, দুই দেশের ক্রীড়াপ্রেমীরা ক্রিকেটকে অত্যন্ত ভালোবাসেন এবং গুরুত্ব দিয়ে থাকেন। দুই দেশের মানুষের কাছেই ক্রিকেট যেন একটি খেলার চেয়েও বড় একপ্রকার ধর্মের মতোই। তাদের দল যখন ২২ গজকে কেন্দ্র করে থাকা সবুজ গালিচায় নিজেদের দাপট দেখাতে নামে তখন তখন একটা বড় সংখ্যক মানুষের চোখ থাকে টিভির পর্দায়।
দুই দলের মধ্যে দ্বৈরথের ইতিহাস বেশ সমৃদ্ধ। একাধিক উত্তেজক ক্রিকেট ম্যাচের সাক্ষী থেকেছে ক্রিকেটপ্রেমীরা যখন দুই দেশ একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে। কিন্তু দীর্ঘদিন একে অপরের বিরুদ্ধে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলে না দুই দেশ। দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতি এর কারণ। ২০০৬ সালে শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল ভারত। তারপর মুম্বাইয়ের কুখ্যাত জঙ্গি হামলা দুই দেশের মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটায়।
কিন্তু সম্প্রতি ভারতীয় দলের আবার পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলার সম্ভাবনা দেখা দিয়েছে। বিসিসিআই সম্প্রতি রাজ্য সংস্থাগুলোর কাছে আসন্ন বার্ষিক সাধারণ সভার আগে একটি চিঠি পাঠিয়েছে যেখানে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে ভারত কোন কোন বড় বহুদেশীয় টুর্নামেন্টগুলিতে অংশগ্রহণ করছে সেটা উল্লেখিত রয়েছে। সেই চিঠিতে উল্লেখিত একটি বিষয় নিয়েই শুরু হয়েছে জল্পনা।
বিসিসিআইয়ের রাজ্য সংস্থাগুলোকে প্রেরক ওই চিঠিতে যে টুর্নামেন্টগুলোর উল্লেখ রয়েছে সেগুলি হল: মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ (দক্ষিণ আফ্রিকা), অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ (দক্ষিণ আফ্রিকা), ওডিআই বিশ্বকাপ (ভারত) এবং এশিয়া কাপ (পাকিস্তান)। এরপর থেকেই জল্পনা বেড়েছে কারণ আগামী বছর ৫০ ওভারের এশিয়া কাপ আয়োজন করতে চলেছে পাকিস্তান। তবে কি পাকিস্তানে গিয়েই সেই টুর্নামেন্টে খেলবে ভারত?
এটা ভুললে চলবে না যে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ হলেন ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিল’ প্রধান। এমন পরিস্থিতিতে বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা এই ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি। একজন কর্মকর্তা বলেছেন সবসময়ের মতোই পুরো ব্যাপারটাই নির্ভর করছে দেশের সরকারের ছাড়পত্রের ওপর। তবে ক্রিকেটপ্রেমীরা আশার আলো দেখতে শুরু করেছেন।