করোনার প্রতিকূল সময়ে পরিবারকে কি পাশে পাবে বিরাটরা? গভীর দ্বন্দ্বে বিসিসিআই

বাংলা হান্ট ডেস্কঃ আগামী 18 ই জুন ইংল্যান্ডের মাটিতে হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। তারপরই ভারতের ইংল্যান্ড সফর রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। আর সেই কারণে আগামী 2 ই জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়ে যাবে টিম ইন্ডিয়া। তবে ইংল্যান্ডে যাওয়ার আগে মুম্বাইয়ের হোটেলে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে ভারতীয় দলকে।

দীর্ঘদিনের ইংল্যান্ড সফর। তাই ভারতীয় ক্রিকেটারদের তরফ থেকে আবেদন করা হয়েছে এই ইংল্যান্ড সফরে পরিবার নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক। বিসিসিআই তরফ থেকে এই ব্যাপারে চিন্তাভাবনা করার কথা বলা হয়েছিল। তবে ভারতীয় দলের কোয়ারেন্টিন পর্ব শুরু হয়ে গেলেও এখনো পর্যন্ত এই বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া জানানো হয়নি বিরাট কোহলিদের। তবে কোয়ারেন্টিন পর্বে বিরাট, রোহিতরা নিজের নিজের পরিবার নিয়ে হাজির হয়েছেন। তাদের সঙ্গে তাদের পরিবারও এই মুহূর্তে কোয়ারেন্টিনেই রয়েছে।

n281592524f5327c67bcad7793e26b82d9e0584c40f2d65e78923574f61353963b8ab1da45 1

এই ব্যাপারে বারবার বিসিসিআইকে জানতে চাওয়া হলে বিসিসিআইয়ের তরফ থেকে বলা হয়েছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডকে এই ব্যাপারে চিঠি দিয়েছে বিসিসিআই। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এখনো পর্যন্ত কোন চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেই সেটা ক্রিকেটারদেরও জানিয়ে দেওয়া হবে।


Udayan Biswas

সম্পর্কিত খবর