বাংলা হান্ট ডেস্কঃ নর্থহ্যাম্পটানে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজয় দিয়ে শুরু করতে হয়েছে ভারতীয় মহিলা দলকে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডি এল এস মেথডের কারনে শেষ পর্যন্ত ১৮ রানে পরাজয় স্বীকার করে নিতে হয় তাদের (Indian women’s cricket team )। কিন্তু ক্রিকেটে এক এক সময় হার-জিতের থেকেও বড় হয়ে ওঠে কিছু কিছু মুহূর্ত। এদিন তেমনই এক মুহূর্ত উপহার দিলেন ভারতীয় ক্রিকেটার হারলীন দেওয়াল (Harleen Deol)।
পুরুষদের ক্রিকেটে ফিল্ডিংকে রীতিমতো এক অপূর্ব শিল্পে পরিণত করেছিলেন জন্টি রোডস (Jonty Rhodes), মোহাম্মদ কাইফরা (Mohammad Kaif)। বর্তমানেও আন্দ্রে রাসেল (Andre Russell), এবি ডি ভিলিয়ার্স (AB de Villiers), কায়রন পোলার্ড (Kieron Pollard), বেন স্টোকস (Ben Stokes), রবীন্দ্র জাদেজাদের (Ravindra Jadeja) অসামান্য সব ফিল্ডিংয়ের মুহূর্ত উপহার দিতে দেখেছে ক্রিকেটপ্রেমীরা। এই সমস্ত অসাধারণ ফিল্ডিং রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার সেই তালিকায় নিজের নাম তুললেন ভারতীয় মহিলা দলের প্রতিনিধি হারলীন দেওল।
গতকাল প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৭৭ রান তোলে ইংল্যান্ড। কিন্তু এই রানের পরিমাণ আরও অনেকটাই বেশি হয়ে উঠতে পারতো যদি শেষ পর্যন্ত ক্রিজে থাকতেন ইংল্যান্ডের উইকেটকিপার অ্যামি অ্যালেন জোনস (Amy Alan Jones)। বিধ্বংসী ভঙ্গিতে মাত্র ২৭ বলে ৪৩ রানে ব্যাট করছিলেন তিনি। ১৯ তম ওভারে শিখা পান্ডের বলটাও ওভার বাউন্ডারির জন্যই তুলে মেরে ছিলেন অ্যামি। কিন্তু সীমানার ধারে ছিলেন হারলীন। প্রথমে বলটিকে ধরেই তিনি বুঝতে পারেন বাউন্ডারি পার হয়ে যাবে তার পা। সঙ্গে সঙ্গেই তিনি আকাশে ছুঁড়ে দেন বলটি, আর তারপর ব্যালেন্স সামলে সীমানার ভিতরে ফিরে এসে ফের সেটি তালুবন্দী করেন।
তার এই অসামান্য ফিল্ডিং কুশলতার প্রশংসায় পঞ্চমুখ সকলেই। ভারতীয় দলের অন্যতম সর্বকালের সেরা ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman ) এই দৃশ্য টুইট করে লেখেন, ‘ক্রিকেটে এত ভাল ক্যাচ খুব কম দেখা গিয়েছে। দারুণ ক্যাচ হারলীন।’ তার এই দুরন্ত ক্যাচের প্রশংসা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও। অনেকেই বলছেন ব্যাটিং-বোলিংয়ে ইতিমধ্যেই ভারতীয় পুরুষ দলের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে চলেছেন হারমানপ্রীত (Harmanpreet Kaur), ঝুলন (Jhulan Goswami), মিতালী (Mithali Raj), স্মৃতি মান্ধানারা (Smriti mandhana)। এবার ফিল্ডিংয়েও অসাধারণ নজির গড়লেন হারলীন।
A fantastic piece of fielding 👏
We finish our innings on 177/7
Scorecard & Videos: https://t.co/oG3JwmemFp#ENGvIND pic.twitter.com/62hFjTsULJ
— England Cricket (@englandcricket) July 9, 2021
বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে হারলেও আগামী দুই টি টোয়েন্টিতে নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে ভারতীয় দল, অন্তত এমনটাই আশা সমর্থকদের। ইংল্যান্ডের বিরুদ্ধে এরপর ভারতের মহিলা দল মাঠে নামতে চলেছে আগামীকাল। আশা করা যায়, সেই ম্যাচে হারের উপযুক্ত জবাব দিতে পারবেন হারলীনরা।