পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে মায়ের মন্দির স্থাপন এই ভারতীয় ক্রিকেটারের! ধন্য ধন্য করছেন ভক্তরা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) এই মুহূর্তে ব্যস্ত পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের পরবর্তী বিশ্বকাপ ম্যাচের প্রস্তুতিতে। এই মুহূর্তে ভারতের মূল সিনিয়র দলের অংশ নন রিঙ্কু সিং (Rinku Singh)। তবে কিছুদিন আগেই দ্বিতীয় সারির ভারতীয় দলের হয়ে তিনি এশিয়ান গেমসে মাঠে নেমে ছিলেন। সেই টুর্নামেন্টে ভারতকে ক্রিকেটে স্বর্ণপদক এনে দিয়েছিল রিঙ্কুরা। এবার আরও একটি বিশেষ কাজ করে মন জিতলেন এই ভারতীয় ফিনিশার।

গত আইপিএল খেলতে যাওয়ার আগে নিজেদের কুলদেবী মা চৌধুরী-র কাছের মানুষ করেছিলেন রিঙ্কু। কথা দিয়েছিলেন যে তার মরসুমটা ভালো কাটলে তিনি আলীগড়ে একটি মন্দির স্থাপন করবেন মায়ের নামে। গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ভালো পারফরম‍্যান্স না করতে পারলেও রিঙ্কু ছিলেন স্বপ্নের ফর্মে।

rinku singh

ওই অসাধারণ পারফরম‍্যান্সের পর এই ভারতীয় ফিনিশারের দরজা এখন জাতীয় দলের জন্য মাঝেমধ্যেই খুলে যাচ্ছে। যে প্রার্থনা করেছিলেন রিঙ্কু, তা যেন সত্যিই সফল হয়েছে। সেই জন্য নিজের কথা রেখে বিশ্বকাপ চলাকালীন ১১ লক্ষ টাকা খরচ করে মায়ের মন্দির নির্মাণ করেছেন রিঙ্কু।

আরও পড়ুন: লখনৌতে শুরু ঝামেলা, মিটলো দিল্লিতে! নবীন উল হককে নিয়ে বড় মনের পরিচয় কোহলির, ভাইরাল ভিডিও

তবে এই মন্দিরে মায়ের মূর্তি স্থাপন করার কাজটা এখনো বাকি রয়েছে। রিঙ্কু সিং-এর ভাই সোনু সিং জানিয়েছেন যে আগামী ১৬ ই অক্টোবর সেই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। রিঙ্কু সিং-এর গোটা পরিবার উপস্থিত থেকে সেই কাজটা ভক্তির সাথে এবং নিষ্ঠার সাথে সম্পূর্ণ করবেন।

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে এই তারকা ক্রিকেটারকে ভারতীয় দলে ফেরাচ্ছেন রোহিত! হাঁটু কাঁপবে বাবরদের

রিঙ্কু সিং অবশ্য নিজে সেই সময়টা উপস্থিত থাকতে পারবেন না। তিনি দলীপ ট্রফির ম্যাচ খেলতে ব্যস্ত থাকবেন। তবে আশা করা যায় দীপাবলীর সময় তিনি সেই মন্দিরে উপস্থিত হয়ে প্রার্থনা করবেন। ভবিষ্যতে ভারতীয় দলের ফিনিশানের ভূমিকাটা যেন তার কাছেই আসে, এমন প্রার্থনা করবে তার ভক্তরাও।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর