বাংলা হান্ট নিউজ ডেস্ক: সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) নামটা শুনলেই বর্তমানে ভারতীয় ক্রিকেট জগতের সবচেয়ে আগ্রাসী ব্যাটিং করার ক্ষমতাসম্পন্ন ক্রিকেটারের চিত্র ক্রিকেটপ্রেমীদের মনে ভেসে ওঠে। টি-টোয়েন্টি ফরমেটে নিজেকে আলাদা উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন এই ক্রিকেটার। ভারতের পাশাপাশি ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মাটিতেও ক্ষুদ্রতম ফরম্যাটের শতরান করার রেকর্ড করেছেন তিনি। খুব শীঘ্রই হয়তো টেস্ট ফরম্যাটেও অভিষেক করতে চলেছেন তিনি। তার এই সাফল্যের পেছনে অনেকটাই বড় কৃতিত্ব রয়েছে তার স্ত্রী দেবীশার (Devisha)।
সূর্য নিজে মুম্বাইতে বড় হয়েছেন, সেখানে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে ঘরোয়া ক্রিকেট খেলেছেন, কিন্তু দক্ষিণ ভারতের মেয়ে দেবীশার সঙ্গে বিবাহ করেছেন। আসলে, তাদের দুজনের প্রথম দেখা হয় কলেজে। স্কাই এবং দেবীশা মুম্বাইয়ের বিখ্যাত পোদ্দার কলেজে বি.কম-এর ছাত্র ছিলেন। দুজনের সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করলেও তারা দুজনের সম্পর্ক গড়ে ওঠার ব্যাপারে বাধা হয়ে দাঁড়ায়নি।
সূর্য ক্রিকেটের কারণে অর্ধেক ক্লাসে যোগ দিতে পারতেন না। কিন্তু দেবীশা পড়াশোনা এবং কলেজের অন্যান্য কার্যক্রমে সক্রিয়ভাগে অংশগ্রহণ করতেন। প্রথমে আলাপ হওয়ার পর দুজনে, শীঘ্রই একে অপরের বন্ধু হয়ে ওঠেন। তারপর একদিন স্কাই নিজে দেবীশাকে নিজের হৃদয়ের থাকা তার প্রতি ভালোবাসার কথা জানান। এরপর অল্প কিছু সময়ে চটিয়ে প্রেম করার পর উভয়েই বিয়ের জন্য পরিবারের সদস্যদের সবকিছু জানান।
দুই পরিবারের মধ্যে এরপর সাক্ষাৎ হয় এবং দুই পরিবার বিয়ের ব্যাপারে একমত হন। এখানে একটি ছোট সমস্যা হয়েছিল ঠিকই। দেবীশার পরিবারের অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে তাদের মেয়ের বিয়ে প্রথাগত দক্ষিণ ভারতীয় পদ্ধতিতে হওয়া উচিত, আর সূর্যের পরিবারের শিকড় ছিল ইউপিতে। তবে প্রেমের খাতিরে সূর্য এই ব্যাপারে কোনও দ্বিধা করেননি। ২০১৬ সালে, উভয়ের পরিবার এবং বিশেষ বন্ধুদের উপস্থিতিতে অনাড়ম্বর ভাবে তাদের বিবাহ হয়েছিল।
দেবীশা নিজে কমার্স নিয়ে পড়াশোনা করলেও তবে তিনি পেশায় একজন নৃত্যশিল্পী এবং আধুনিক শৈলীর পাশাপাশি সমসাময়িক এবং দক্ষিণ ভারতীয় নৃত্যতে পারদর্শী। এইসব ব্যাপারই সূর্য কুমার যাদবের অত্যন্ত পছন্দ ছিল এবং তিনি ভালোবেসে নিজের ঘাড়ের কাছে নিজের স্ত্রীয়ের একটি ট্যাটুও করিয়েছেন।
দেবীশা পরবর্তীতে একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন যে বিবাহের সময় তিনি সূর্যকে পরামর্শ দিয়েছিলেন যে তিনি যেন নিজের কেরিয়ারের প্রতি আগের মতই ফোকাসড থাকেন। সেই কথা রেখেছেন সূর্যকুমার যাদব এবং নিজের পরিশ্রম খাদ্যাভ্যাস সমস্ত কিছুই এত কড়াভাবে এবং অনুশাসনের সাথে পালন করেছেন যার জন্য তিনি আজ ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা টি-টোয়েন্টি তারকা হয়ে উঠেছেন। সূর্যকুমার নিজেও স্বীকার করেন যে প্রেম তার কেরিয়ারের পরিণতিতে অনেকটা সাহায্য করেছিল।