ভারতীয় ক্রিকেটের ইতিহাসে কেবল ৩ তারকা করেছেন এই অসম্ভব কাজ! ৩ জনই কিংবদন্তি

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আমরা সকলেই অনেক সময় মনে করি যে একজন ক্রিকেটার অন্তত শতরান বা অর্ধশতরান করলে অথবা বল হাতে ৫ উইকেট নিলে, তবেই তিনি মনে রাখার মতো পারফরম্যান্স করেছেন। কিন্তু সব ক্ষেত্রে এমনটা ভাবা ঠিক নয়। অনেক সময় একটি আগ্রাসী ৩০-৪০ রানের ইনিংস বা বল হাতে ২ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলেও ম্যাচের রং বদলে দেওয়া যায়।

আজকে আমাদের এই প্রতিবেদনে আমরা এমন দিন ভারতীয় অলরাউন্ডারের কথা আলোচনা করবো যারা ওডিআই ফরম‍্যাটে অন্তত দশবার একই ম্যাচে ৪০ এর বেশি রান করার পাশাপাশি দুটি উইকেটও নিয়েছেন। তাদের এই অলরাউন্ড পারফরম্যান্স দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

৩. সচিন টেন্ডুলকার: যে কারণে বিরাট কোহলি বা সুনীল গাভাস্কারের থেকে অনেকে সচিনকে একজন ক্রিকেটার হিসেবে এগিয়ে রাখেন সেটা হলো তার বল হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা। মাস্টার ব্লাস্টার নিজের কেরিয়ারের একটা বৃহৎ অংশ জুড়ে বল হাতেও ম্যাচে তফাৎ করে দেওয়ার ক্ষমতা রাখতেন। ৪৬৩টি ওডিআই ম্যাচ খেলে মোট ১২ বার একই ম্যাচে ৪০ রান ও ২ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে তার।

২. সৌরভ গাঙ্গুলী: ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়কদের মধ্যে একজন এবং ওডিআই ফরম্যাটে বিশ্বের সর্বকালের সেরা তারকাদের মধ্যে একজন। বল হাতে তার সুইং বোলিং এককালে বিশ্বের বড় বড় ব্যাটারদেরও সমস্যা ফেলেছে। আর ব্যাঠাতে তিনি নিজেকে সময়ে কতটা মারাত্মক ছিলেন সেটা আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন নেই। নিজের ৩১১ ম্যাচের ওডিআই কেরিয়ারে মোট ১০ বার একই ম্যাচে ৪০ রান ও ২ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে তার।

yuvraj vs pak

৩. যুবরাজ সিং: সীমিত ওভারের ক্রিকেটে ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার। মহেন্দ্র সিংহ ধোনি আজ ভারতের সবচেয়ে সফল অধিনায়ক হতে পেরেছেন তার কারণ তার হাতে যুবরাজ সিং-এর মতন একজন তুরুপের তাস ছিলেন। ভারতকে দুই ফরমেটে দুটি বিশ্বকাপ জেতানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখা এই তারকা মোট ৩০৪ টি ওডিআই ম্যাচ খেলে মোট ১০ বার একই ম্যাচে ৪০ রান করার পাশাপাশি ২ উইকেট নিয়েছেন।

 

সম্পর্কিত খবর

X