টাকা আর খুচরো কয়েন কোথায় তৈরি হয় জানেন? ভারতে থাকেন, কিন্তু উত্তর অজানা ৯৯% মানুষেরই

বাংলাহান্ট ডেস্ক : কথায় আছে ‘টাকা ছাড়া দুনিয়া ফাঁকা।’ টাকার প্রয়োজন আমাদের সকলের। তবে ভারতে কোথায় টাকা ও কয়েন তৈরি হয় জানেন? মুদ্রা বা টাকা ছাপানোর বেশ কয়েকটি জায়গা রয়েছে গোটা দেশে। ভারতীয় মুদ্রার (Indian Currency) রয়েছে সুদীর্ঘ ঐতিহাসিক গুরুত্ব। তবে সময়ের সাথে বদল এসেছে ভারতীয় টাকার নোট ও মুদ্রার ডিজাইনে।

ভারতীয় মুদ্রা (Indian Currency) তৈরীর হদিশ

১৮৬১ সালে ব্রিটিশ আমলে প্রথম ভারতে টাকা ছাপানো হয়। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হলে নতুন ডিজাইনের মুদ্রা নিয়ে আসা হয় দেশে। ইতিহাস ঘাঁটলে জানা যায়, সম্রাট শের শাহ সুরি প্রথম ‘রুপি’ শব্দ ব্যবহার করেছিলেন মুদ্রার বর্ণনা দেওয়ার জন্য । অনেকেই হয়ত জানেন না, ১৮৬১ সালেই প্রথম জলছাপ যুক্ত টাকা নিয়ে আসা হয় ভারতে।

Do you know which materiel use for making Indian currency note

যদিও ছাপানোর খরচ অত্যন্ত বেশি হওয়ায় পরবর্তীকালে সেটি বন্ধ হয়ে যায়। সাধারণত ভারতের চারটি জায়গায় ছাপানো হয়ে থাকে টাকা (Note)। চলতি কথায় টাকা ছাপানোর জায়গাকে ‘ট্যাঁকশাল’ (Mint) বলা হয়। মহারাষ্ট্রের নাসিক এবং মধ্যপ্রদেশের দেওভোগে রয়েছে প্রধান দুটি ট্যাঁকশাল।

আরোও পড়ুন : ওষুধের মত কাজ দিল মমতার ধমক! শুরু ‘অ্যাকশন’

কর্ণাটকের মহীশূরে এবং পশ্চিমবঙ্গের শালবনিতে রয়েছে অন্য দুটি ট্যাঁকশাল। ১৯২৬ সালে নাসিকে স্থাপিত হয় ভারতের প্রথম মুদ্রা (Indian Currency) মুদ্রণ কেন্দ্রটি। এই ভারতীয় মুদ্রা (Indian Currency) কেন্দ্রগুলির মধ্যে দুটি সরকার (Central Government) ও দুটি রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) দ্বারা পরিচালিত হয়।

Reserve Bank of India

এছাড়াও মূলত ভারতের চারটি জায়গায় কয়েন (Coin) তৈরি করা হয়। সরকার মালিকানাধীন কয়েন তৈরির কেন্দ্রগুলি রয়েছে হায়দ্রাবাদ, কলকাতা এবং নয়ডায়। ভারতে কয়েন তৈরির দায়িত্ব মূলত পালন করে থাকে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি কাগজের নোট ছাপানোর দায়িত্ব থাকে রিজার্ভ ব্যাংকের কাছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর