বাংলা হান্ট ডেস্ক: ফের একবার সংকটে ভারতীয় মুদ্রা। সোমবার এক ধাক্কায় ৫৯ পয়সা কমে গেল টাকার দাম। চলতি বছরে টাকার দাম এই প্রথম এতটা কমে এলো। যার ফলে ১ মার্কিন ডলার প্রতি ভারতীয় টাকার দাম ৭২ টাকা ৩ পয়সা। সম্প্রতি টাকার দামে এমন পতন’ হওয়ার ফলে এখন প্রায় এক তিমিরে গিয়ে ঠেকেছে ভারত ও বাংলাদেশের টাকার মূল্য।
এখন ভারতের ১ টাকা বাংলাদেশের ১ টাকা ১৪ পয়সার সমান। ভারত বাংলাদেশের মুদ্রার এখন পার্থক্য মাত্র ১৪ পয়সা। যার জেরে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়, এমন হঠাৎ টাকার দাম কমে যাওয়া, ভারত-বাংলাদেশ দুই দেশেই মানুষের আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, কেবল যে ভারতে মুদ্রার দাম কমছে তা নয়। সারা বিশ্বেই উন্নয়নশীল দেশগুলিতে কমছে মুদ্রার দাম।
গত সপ্তাহের শেষে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ অর্থনীতির উন্নতির প্রচেষ্টায় বিশেষ ভূমিকা ও দায়িত্ব পালন করেন। পর পর বেশ কিছু সিদ্ধান্তের মাধ্যমে বাজার চাঙ্গা করে, হাতে আনার চেষ্টা করেন তিনি। তার ফলে সোমবার শেয়ার বাজার ছিল বেশ চনমনে। যদিও টাকার দাম হ্রাস পাওয়ায় শেয়ারের দর বেড়েও বিশেষ লাভ হয়নি।