বাংলাহান্ট ডেস্ক : কোনও দেশের অর্থনীতির প্রতিফলন সেই দেশের মুদ্রার মূল্য। গোটা বিশ্বের অধিকাংশ দেশেই লেনদেনের জন্য মূলত ব্যবহার করা হয়ে থাকে আমেরিকান ডলার। US ডলার (USD) এর নিরিখে যে কোনও দেশের মুদ্রার মূল্য পরিমাপ করা হয়ে থাকে। আজকের প্রতিবেদনে আমরা জানব ভারতের (India) প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের মুদ্রার তুলনায় ভারতের মুদ্রা কতটা বেশি শক্তিশালী।
ভারতীয় মুদ্রার নিরিখে পাকিস্তানের (Pakistan) মুদ্রা
যদি কেউ ১ লক্ষ ভারতীয় রুপি (Indian Rupees) নিয়ে পাকিস্তানে (Pakistan) যান তাহলে সেখানে সেটির মূল্য কত হবে সেই বিষয়টি আজ আলোচনা করব। বুধবার এক পয়সা কমে ডলার প্রতি ৮৩.৭০ টাকায় এসে পৌঁছেছে ভারতীয় মুদ্রা (Indian Currency)। ডলারের নিরিখে যদি বিচার করা হয় তাহলে দেখা যাচ্ছে পাকিস্তানের মুদ্রার অবস্থা অত্যন্ত শোচনীয়।
আরোও পড়ুন : বাইক, চার চাকা তো নস্যি! প্রাইভেট জেটও আছে এই পাঁচ ক্রিকেটারের, নাম জানলে অবাক হয়ে যাবেন
পাকিস্তানে এক ডলারের মূল্য ২৭৮.৭৭ পাকিস্তানি টাকা। আমেরিকান ডলারের সাপেক্ষে গত কয়েক বছরে পাকিস্তানের টাকার মূল্য ক্রমাগত নিম্নগামী হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা অনুযায়ী, ১ ভারতীয় মুদ্রার (Indian Currency) মূল্য পাকিস্তানে ৩.৩৩ টাকা। এক লক্ষ ভারতীয় টাকা নিয়ে যদি পাকিস্তানে (Pakistan) যাওয়া হয় তাহলে সেখানে তার মূল্য দাঁড়াবে ৩৩৩০৬৪.৬২ পাকিস্তানি টাকা।
এবার পাকিস্তান থেকে যদি ভারতে ১ লাখ টাকা নিয়ে আসা হয় তাহলে তার মূল্য দাঁড়াবে ৩০০২৪.২০ টাকা।বিগত বছরগুলিতে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ক্রমাগত খারাপ হয়েছে। লাগামছাড়া মূল্যবৃদ্ধি হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। বেড়েছে মুদ্রাস্ফীতি। এই অবস্থায় পাকিস্তানে ক্ষমতায় এসেছে শাহবাজ শরীফের নতুন সরকার। তবে এখনো পাকিস্তানের (Pakistan) অর্থনৈতিক সংকট ঘোচার বিন্দুমাত্র আভাস পাওয়া যাচ্ছে না।