নতুন বছরের শুরুতেই পাওয়া গেল সুখবর । গতবছর ভারতের অর্থনীতির ছিল বেহাল দশা। ২০২০ সালে ভারতীয় অর্থনীতি প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে জানাল পিএইচডিসিসিআই। এদিন পিএইচডিসিসিআই এর তরফে বলা হয়েছে ২০২০ আর্থিক বছর অর্থনৈতিক প্রত্যাবর্তনের বছর হবে। তাঁরা প্রত্য়াশা করছেন জাতীয় অর্থনীতি আবার গতিশীল হবে। অর্থনৈতিক বৃদ্ধি হবে। ২০২৪ সালের মধ্যে পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার কেন্দ্রীয় কোশাগারে জমা হবে।
পিএইচডিসিসিআই এর সভাপতি ডি কে আগরওয়াল এদিন বলেন,” দ্রুত বিভিন্ন সংস্কারের মাধ্যমে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি শীঘ্রই পুনরায় শুরু হবে।” তিনি আরও যোগ করেন যে ২০২০ অর্থবছর অর্থনৈতিক প্রত্যাবর্তনের বছর হবে। পিএইচডি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (পিএইচডিসিসিআই) সভাপতি বলেছেন যে ২০১৯ সালের অর্থনৈতিক সংস্কার আশ্চর্যজনকভাবে অগ্রগতি পাবে কারণ সরকার “কর্পোরেট করকে উল্লেখযোগ্য হারে ৩০ শতাংশের চেয়ে কমিয়ে কার্যকর হারে ২৫.১৭ শতাংশ এবং নতুন উৎপাদন ইউনিটের জন্য ১.0.০১ শতাংশ হারে নামিয়ে এনেছে”।
আগরওয়াল বলেছেন “এই মুহুর্তে সরকারের মূল লক্ষ্য হ’ল প্রত্যক্ষ করের উপর উল্লেখযোগ্য হ্রাস করে গ্রাহক চাহিদাকে পুনর্নবীকরণ করা। সুতরাং, আসন্ন বাজেটে করের হারের উল্লেখযোগ্য যৌক্তিকরণ এবং করের সংস্কার করতে সময়ের প্রয়োজন।”
চেম্বারের তরফে পরামর্শ দেওয়া হয়েছে যেসব ব্যক্তিদের আয় ৫ লাখ টাকা পর্যন্ত তাদের কোনও ব্যক্তিগত আয়কর প্রযোজ্য হবে না এবং প্রতি বছর ১০ লক্ষ টাকা পর্যন্ত আয় করা ব্যক্তিদের জন্য আয়কর স্ল্যাবগুলি যৌক্তিকভাবে ১০ শতাংশ করা উচিত। এছাড়া ১০ লক্ষেরও বেশি আয় থেকে ২০ লাখ টাকা পর্যন্ত আয় হলে ২০ শতাংশ , ২০ লক্ষ টাকার বেশি আয় থেকে ২ কোটি রুপি পর্যন্ত আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ এবং ২ কোটি টাকার বেশি আয়ের ব্যক্তিদের জন্য ৩৫ শতাংশ আয়কর থাকা উচিত।