২০৫০ সালের মধ্যে ভারত হয়ে উঠবে পৃথিবীর তৃতীয় সর্ববৃহৎ অর্থনৈতিক দেশ : সমীক্ষা

আগামী ৩০ বছরের মধ্যে বিশ্বের অর্থনীতিতে (economics) বড় সড় স্থান দখল করবে ভারত (india)। জাপানকে পেছনে ফেলে ভারতীয় অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে বলে জানিয়েছে একটি সমীক্ষা।

economy gdp thinkstock

ল্যানসেন্ট মেডিকেল জার্নালের এক গবেষণা অনুসারে, এক ও দুই স্থানে থাকবে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। জানিয়ে রাখি, ২০১৭ সালে, ভারত ছিল বিশ্বের সপ্তম বৃহত্তম অর্থনীতি। বর্তমানে, ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। ফ্রান্স ও ব্রিটেন ভারতের চেয়ে এগিয়ে।

নীতি আয়োগের চেয়ারম্যান রাজীব কুমার চলতি বছরের মে মাসে বলেছিলেন যে ২০৪৭ সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। তবে করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে এই পথে ভারত কতটা সফল হতে পারবে তা সময়ই বলবে।

গত বছর ডিসেম্বরে জাপানের অর্থনৈতিক গবেষণা কেন্দ্র জানিয়েছিল যে ২০২৯ সালের মধ্যে ভারত জাপানকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। যদিও সেই মুহুর্তে করোনার মহামারী দেশে শুরু হয় নি। করোনার কারনে গত ৬ মাসের বেশি সময় ধরে স্তব্ধ ভারতের অর্থনীতি। জিডিপি ঠেকেছে তলানিতে। বর্তমান মহামারীর কারণে অনুমান করা হয় যে ২০২৫ সালের মধ্যে ভারতের পক্ষে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতির হয়ে উঠতে পারবে না।

অন্যদিকে, যে কোনো দেশের অর্থনীতি নির্ভর করে সে দেশের কার্যক্ষম মানুষের ওপর। একটি সমীক্ষায় প্রকাশ পেয়েছে ২১০০ সালের মধ্যেই কার্যক্ষম দেশ হিসাবে সকলকে পেছনে ফেলে দেবে ভারত। এরপরেই থাকবে নাইজেরিয়া, চীন ও আমেরিকা।

 


সম্পর্কিত খবর