ব্যর্থ চিন! GDP বৃদ্ধিতে রেকর্ড ভারতের! বৃথা গেল পাকিস্তানের চালও

বাংলা হান্ট ডেস্ক : বিশ্ব জুড়ে চলছে অর্থনৈতিক মন্দা। কিন্তু এত কিছুর মধ্যেও নিজেদের অগ্রগতি বজায় রেখেছে ভারত (India)। করোনা পরবর্তী সময়ে ধার্য করা ত্রৈমাসিক লক্ষ্যমাত্রাকে বহু আগেই পেড়িয়ে গেছে ভারতীয় অর্থনীতি (Indian Economy)। এবার রীতিমতো রেকর্ডই তৈরি হয়ে গেল, যা দেখে চিন্তা বাড়বে চিনের।

বর্তমান সময়ে ভারত বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। ভারতের জিডিপি বৃদ্ধির হার ব বৃহত্তম অর্থনীতির তুলনায় অনেক বেশি। ২০২৩ অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.২ শতাংশ। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের (NSO) মতে, ভারতীয় অর্থনীতি বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়ে গেছে।

সম্প্রতি খোদ দেশের প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেছেন, ২০২২-২৩ সালের GDP বৃদ্ধির পরিসংখ্যান বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যেও ভারতীয় অর্থনীতির স্থিতিস্থাপকতা তুলে ধরেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (International Monetary Fund) অনুমান করেছে যে অর্থনৈতিক বৃদ্ধির হারের অনুমান হ্রাস সত্ত্বেও ভারত বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতি হিসাবে থাকবে।

modi economy

প্রকৃতপক্ষে, ২০২২ অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৯.১%, এবং ২৩ অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি ৭.২% হবে বলে আশা করা হচ্ছে। সমগ্র বিশ্বের প্রধান দেশগুলোর সঙ্গে তুলনা করলে প্রবৃদ্ধির হারও ৭ দশমিক ২ শতাংশ।

প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ডঃ অরবিন্দ বীরমানি বলেছেন যে ভারত দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং আগামী ১০ বছরের মধ্যে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। তিনি বলেন, ২০১৪ সালে আমাদের অর্থনীতি বিশ্বে ১০ নম্বরে ছিল এবং পরবর্তী ৬-৭ বছরে এটি ৫ নম্বরে চলে এসেছে।

জানা যাচ্ছে ভারতের জিডিপি বৃদ্ধির হার (৭.২%) চিনের (৪.৪%) প্রায় দ্বিগুণ। চিন বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং আগামী দশকে এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে। তবে ভারতীয় অর্থনীতির জিডিপি বৃদ্ধির হার যেহেতু ৭ শতাংশ বা তার বেশি, তাই ভারতও এই দশকে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।

Sudipto

সম্পর্কিত খবর