বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের দরবারে আরো একবার উজ্জ্বল হল ভারতের (India) মুখ। এক লাফে একেবারে প্রথম পাঁচে পৌঁছে গিয়েছে আমাদের দেশ। আর একে একে পিছনে ফেলে দিয়েছে ইতালি,ফ্রান্স, আর ব্রাজিলের মতো দেশগুলিকে। নিশ্চই জানতে ইচ্ছা করছে এমন কোন ক্ষেত্রে তও আবার আন্তর্জাতিক স্তরে এমন সাফল্য পেল ভারত (India)?
আন্তর্জাতিক স্তরে সেরা পাঁচে ভারত (India)
সম্প্রতি একটি সমীক্ষা থেকে জানা যাচ্ছে এবার উৎপাদনের ক্ষেত্রেই ভারত পৌঁছে গিয়েছে একেবারে কেন্দ্রবিন্দুতে। আর এই তথ্য প্রকাশে এনেছে বিশ্বের প্রবল শক্তিধর দেশ চীনের (China) সংবাদমাধ্যম। সেদেশের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমসের (Global Times) দেওয়া তথ্য অনুযায়ী সারা বিশ্বের নিরিখে উৎপাদনের ক্ষেত্রে যে সেরা দশটি দেশের তালিকা রয়েছে সেখানেই বিশেষ স্থান অর্জন করেছে ভারতবর্ষ।
ভারত এবার ধীরে ধীরে বিশ্বের সেরা উৎপাদন কেন্দ্র হওয়ার দিকে এগোচ্ছে। জানা যাচ্ছে চীনের দেওয়া এই তালিকায় পঞ্চম স্থানে জ্বলজ্বল করছে ভারতের নাম। আসলে গ্লোবাল টাইমস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ শেয়ার করা পোস্টে বিশেষভাবে উল্লেখ করেছে ভারতের নাম। আর তাই মনে করা হচ্ছে এবার প্রতিবেশী চীন-ও বোধ মেনে নিয়েছে উৎপাদনের দিক দিয়ে আন্তর্জাতিক স্তরে ভারত এখন বড় শক্তি হয়ে উঠছে।
এদিন গ্লোবাল টাইমস তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছে, ‘চীন এখনও বিশ্বের উৎপাদন শক্তিহাউস। ভারত ৪৫৬ বিলিয়ন ডলারের ম্যানুফ্যাকচারিং ভ্যালু যোগ করে সেরা ৫-এ জায়গা করে নিয়েছে।’
আরও পড়ুন: টাটার হাত ধরেই ঘুচবে বেকারত্ব! ২৭ হাজার কোটি বিনিয়োগে হবে ২৭ হাজার কর্মসংস্থান
যদিও এই উৎপাদনের তালিকায় প্রথমস্থান দখল করে নিয়েছে চীন আর দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা। এছাড়া তৃতীয় স্থানে জার্মান চতুর্থ স্থানে রয়েছে জাপানের নাম। আর পঞ্চম স্থান দখল করে নিয়েছে ভারত। কিন্তু প্রশ্ন হল কিসের নিরিখে তৈরি করা হলো এই তালিকা?
https://twitter.com/globaltimesnews/status/1819704775610454163
জানা যাচ্ছে, গ্লোবাল টাইমস বিশ্বব্যাংকের তথ্যের ভিত্তিতে এই তালিকা তৈরি করেছে। এই তালিকায় ভারতের পরেই ষষ্ঠ স্থান দখল করেছে কোরিয়া আর সপ্তম স্থানে রয়েছে মেক্সিকো। ইতালি রয়েছে অষ্টম স্থানে। আর ফ্রান্স নবম এবং ব্রাজিল রয়েছে দশম স্থানে।