বাংলাহান্ট ডেস্কঃ গতকালই ফেসবুকের (facebook) ভারতীয় প্রতিযোগী elyments লঞ্চ হয়েছে দেশে। অ্যাপটি লঞ্চ করেছিলেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।বাজারে আসতেই কয়েক লাখ লোক সাথে সাথে ডাউনলোড করে ফেলেছেন বলে জানা গিয়েছে। আর্ট অব লিভিং” বেসরকারি সংস্থার হাজারো আইটি কর্মীরা এই নতুন প্ল্যাটফর্ম এনেছে। এই ‘আর্ট অফ লিভিং’ এর প্রধান স্বঘোষিত ধর্মগুরু রবিশঙ্কর।
সংস্থার দাবি এটি ভারতের প্রথম সুপার অ্যাপ। তবে এই মুহুর্তে ফেসবুক, টুইটার, হোয়াটসআপ, ইন্সটাগ্রামের মত জনপ্রিয়তম প্ল্যাটফর্ম গুলির সাথে কঠিন প্রতিযোগিতা করতে হবে। অ্যাপের মতোই এই অ্যাপে একাধিক ভারতীয় ভাষা রয়েছে। রয়েছে অডিয়ো ও ভিডিয়ো কলের সুবিধা। দেশের নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই অ্যাপ চালু হয়েছে বলে জানানো হয়েছে।
গত ২৯ জুন চিনা অ্যাপে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi)। তথ্যপ্রযুক্তি আইনের 69 ধারা ব্যবহার করে এই অ্যাপ গুলিতে নিষিদ্ধ করা হয় এবং সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় যাতে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সুরক্ষার প্রশ্নে বিপদজনক এই চিনা অ্যাপগুলি। লাদাখ সীমান্তে ভারত-চীন উত্তেজনার মাঝে ভারত সরকারের এই সিদ্ধান্ত চীনের কাছে কড়া বার্তা পৌঁছে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞমহল।
দেশ পরবর্তীতে চীন ব্যাতীত অন্য কোনো দেশের ওপর নির্ভর করুন তা চান না দেশের প্রধানমন্ত্রী। দেশকে টেক দুনিয়ায় আত্মনির্ভরশীল করার জন্য দেশের যুব সমাজকে আহ্বান করলেন মোদিজি। তাদের সামনে নিয়ে এলেন নতুন চ্যালেঞ্জ। টেক দুনিয়ায় ভারতকে এগিয়ে দেবার চ্যালেঞ্জ, ‘আত্মনির্ভর ভারত অ্যাপ উদ্ভাবনী চ্যালেঞ্জ’।
“এই লক্ষ্যটিকে সামনে রেখে, অটল উদ্ভাবন মিশনের পাশাপাশি ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক আআত্মনির্ভর ভারত অ্যাপ উদ্ভাবনী চ্যালেঞ্জ নিয়ে এসেছে যা দুটি অ্যাপে চলবে: বিদ্যমান অ্যাপ্লিকেশনগুলির প্রচার এবং নতুন অ্যাপ্লিকেশনগুলির বিকাশ। এই চ্যালেঞ্জটিকে আরও সামগ্রিক করে তোলার জন্য সরকার এবং প্রযুক্তি সম্প্রদায়ের সদস্যরা যৌথভাবে আয়োজিত হবে, “লিঙ্কডিন-এ লিখেছেন প্রধানমন্ত্রী।
ভারত সরকার বর্তমান অ্যাপ্লিকেশনগুলির যেগুলি ই-লার্নিং, বাড়ির কাজ, গেমিং, ব্যবসা, বিনোদন, অফিস ইউটিলিটি এবং সোশ্যাল নেটওয়ার্কিং বিভাগে শ্রেণিবদ্ধ করা যেতে পারে।
এই উদ্যোগের ট্র্যাক -১ এর অংশ হিসাবে, আগামী এক মাসের মধ্যে ভাল অ্যাপ চিহ্নিত করা হবে। পাশাপাশি, ট্র্যাক -২ তে নতুন অ্যাপস এবং প্ল্যাটফর্মগুলি আদর্শ, ইনকিউবেশন, প্রোটোটাইপিং এবং বাজারের অ্যাক্সেসের সাথে রোল আউট হিসাবে বিবেচিত হবে।